ইজিবাইক-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৬ বছরের শিশুর 

নিহত শিশুর স্বজনের আহাজারি
নিহত শিশুর স্বজনের আহাজারি  © সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে বাবা-মায়ের সাথে নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে রাইসা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন তার বড় চাচা ভ্যান চালক সাগর (২৩)। বুধবার (১১জুন) দুপুরে উপজলার ঢাকা-খুলনা মহাসড়কর বাগাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাইসা মাগুরা সদর উপজলার গাপীনাথপুর গ্রামের সকত মালোর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

তিনি জানান, বুধবার  দুপুর আড়াইটার দিকে ফরিদপুর সদরের দাদপুর এলাকা থেকে ভ্যানে করে নিহত রাইসা তার বাবা-মায়ের সঙ্গে নানা বাড়ি থেকে নিজ বাড়ি মাগুরা সদরের গাপিনাথপুর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে বাগাট বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ইজিবাইক তাদের ভ্যানে ধাক্কা দেয়। এতে রাইসা ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, রাইসার মরদেহ তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইজিবাইক চালক জিয়াউর রহমান (৩৫) বর্তমানে মধুখালী থানা হেফাজতে রয়েছেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!