‎মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, উপকূল জুড়ে কর্মচাঞ্চল্য

উপকূলীয় মৎস্যঘাট
উপকূলীয় মৎস্যঘাট  © সংগৃহীত

সরকার কর্তৃক নির্ধারিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার (১১ জুন)মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা যাবে। এ উপলক্ষে উপকূলীয় মৎস্যঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে প্রতিবছরই এরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে, এ বছরই প্রথমবারের মতো ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে এই সময়সীমা নির্ধারণ করা হয়।

এ বিষয়ে  ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এবার মাছের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন জেলেরা। জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়বে এই আশা তাদের।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। এটি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence