জুলাই শহীদ মাসুদের স্মরণে নিম্নআয়ের মানুষদের নিয়ে গণ ঈদ উদযাপন 

০৮ জুন ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে নিম্নআয়ের মানুষদের নিয়ে গণ ঈদ উদযাপন 

মাসুদ ফাউন্ডেশনের উদ্যোগে নিম্নআয়ের মানুষদের নিয়ে গণ ঈদ উদযাপন  © টিডিসি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সরোয়ার জাহান মাসুদের নামে প্রতিষ্ঠিত ‘মাসুদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে নিম্নআয়ের মানুষদের জন্য গণ ঈদ উদযাপনের আয়োজন করা হয়েছে। রবিবার (৮ জুন) দিনব্যাপী ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এ বিশেষ আয়োজনে মোট ৮০০ জন পথচারী, নিম্নআয়ের শ্রমজীবী ও অসহায় মানুষজন অংশগ্রহণ করেন। ঈদের দিন একটি গরু জবাই করে, তা রান্না করে তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

আয়োজনে অংশগ্রহনকারী রিকশাচালক মো. নুরুল ইসলাম বলেন, কোরবানির ঈদে গরুর মাংস খাওয়া আমাদের ভাগ্যে খুব একটা জোটে না। কিন্তু আজ মাসুদ ফাউন্ডেশনের এই উদ্যোগের কারণে একবেলা হলেও গরুর মাংস খেতে পেরেছি। সত্যি বলতে, আজ মনে হয়েছে আমরাও ঈদের আনন্দে শামিল হতে পেরেছি।

আব্দুল মান্নান নামের আরেক শ্রমজীবী বলেন, ঈদের দিন আমরা কাঁচা মাংস পেলেও মাল-মশলার কারণে রান্না করে খাওয়ার সুযোগ হয়ে উঠে না। যার কারণে অনেকে বিক্রি করে দেয়। তবে আজকের এই আয়োজনে আমরা রান্না করা মাংসের স্বাদ নিতে পেরেছি।

শহীদ মাসুদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চাই শহীদ মাসুদের আত্মত্যাগ যেন সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠে। ঈদের দিনটি যেমন আনন্দের, তেমনি এটি সবার জন্য সমানভাবে উপভোগ্য হওয়া উচিত। কিন্তু দুঃখজনকভাবে সমাজের একটি বড় অংশ এখনো সেই আনন্দ থেকে বঞ্চিত। বিশেষ করে কোরবানির ঈদে অনেকেই গরুর মাংসের স্বাদটুকু পর্যন্ত পান না। এই বাস্তবতা থেকে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা এ অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টার করব।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণের সময় গুলিতে প্রাণ হারান ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ (২১)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জয়লস্কর ইউনিয়নের মীর বাড়ির প্রবাসী শাহজাহান টিপুর ছেলে। 

৫০ আসনের ৪২টিতেই মুসলিম শিক্ষার্থীদের ভর্তির সুযোগ, ভারতে ম…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞত…
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিএনপির স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কোপালেন মনোনয়ন পাওয়া দ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
কক্সবাজারে আওয়ামী লীগ নেতা আটক
  • ০৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে মুজিব-ফজিলাতুন্নেছাসহ ৫ হল-আবাসিক ভবনের নাম বদলানোর …
  • ০৮ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিতে প্রেসি…
  • ০৮ জানুয়ারি ২০২৬