বাগেরহাটে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়: ইজারাদারকে জরিমানা

০৬ জুন ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
বাগেরহাটে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়

বাগেরহাটে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় © টিডিসি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা পশুর হাটে সরকার নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত হারে খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন।

ঈদ-উল-আজহাকে সামনে রেখে জেলার অন্যতম বৃহৎ বেতাগা হাটে ইজারাদাররা ৬ শতাংশ হারে খাজনা আদায় করছিলেন, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২.৫ শতাংশ খাজনা আদায়ের কথা। ফলে হাটে গরু কিনতে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

ক্রেতা আব্দুর রহমান জানান, “আমি ৬৭ হাজার ৫০০ টাকায় একটি গরু কিনেছি। অথচ আমার কাছ থেকে খাজনা বাবদ ৪ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে, যা খুবই বেশি ও অযৌক্তিক।”

ইজারাদার এস এম আকরাম হোসেন এ অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, “ঈদের সময় হাট বড় হওয়ায় অনেক নতুন লোক ইজারায় যুক্ত হয়েছে। ভুলবশত এ অনিয়ম হয়েছে। আমরা জরিমানা মেনে নিয়েছি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।”

ইউএনও সুমনা আইরিন বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী পশুর হাটে ২ দশমিক ৫০ শতাংশের বেশি খাজনা আদায় করা যাবে না। নিয়ম ভাঙায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ফকিরহাট উপজেলার সব পশুর হাটে নিরাপত্তার স্বার্থে পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, যাতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের কোরবানিকে সামনে রেখে বাগেরহাট জেলায় ৮৫ হাজারেরও বেশি পশু লালন-পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১ হাজার ৩২টি গরু, ৫১ হাজার ৬৬২টি ছাগল এবং ২ হাজার ২০টি ভেড়া। গরু কেনাবেচার জন্য স্থায়ী ১৭টি ও অস্থায়ী ১৬টি পশুর হাট বসেছে, যেখানে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতা হামিমকে দেখে খোঁজ নিলেন তারেক রহমান
  • ১২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৫ বিদ্রোহী নেতা
  • ১১ জানুয়ারি ২০২৬
১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9