বাগেরহাটে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়: ইজারাদারকে জরিমানা
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা পশুর হাটে সরকার নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত হারে খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন।
ঈদ-উল-আজহাকে সামনে রেখে জেলার অন্যতম বৃহৎ বেতাগা হাটে ইজারাদাররা ৬ শতাংশ হারে খাজনা আদায় করছিলেন, যেখানে সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২.৫ শতাংশ খাজনা আদায়ের কথা। ফলে হাটে গরু কিনতে আসা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
ক্রেতা আব্দুর রহমান জানান, “আমি ৬৭ হাজার ৫০০ টাকায় একটি গরু কিনেছি। অথচ আমার কাছ থেকে খাজনা বাবদ ৪ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে, যা খুবই বেশি ও অযৌক্তিক।”
ইজারাদার এস এম আকরাম হোসেন এ অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, “ঈদের সময় হাট বড় হওয়ায় অনেক নতুন লোক ইজারায় যুক্ত হয়েছে। ভুলবশত এ অনিয়ম হয়েছে। আমরা জরিমানা মেনে নিয়েছি এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।”
ইউএনও সুমনা আইরিন বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী পশুর হাটে ২ দশমিক ৫০ শতাংশের বেশি খাজনা আদায় করা যাবে না। নিয়ম ভাঙায় ইজারাদারকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ফকিরহাট উপজেলার সব পশুর হাটে নিরাপত্তার স্বার্থে পুলিশ, আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, যাতে ক্রেতা-বিক্রেতারা নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।
জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের কোরবানিকে সামনে রেখে বাগেরহাট জেলায় ৮৫ হাজারেরও বেশি পশু লালন-পালন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩১ হাজার ৩২টি গরু, ৫১ হাজার ৬৬২টি ছাগল এবং ২ হাজার ২০টি ভেড়া। গরু কেনাবেচার জন্য স্থায়ী ১৭টি ও অস্থায়ী ১৬টি পশুর হাট বসেছে, যেখানে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।