ভিড় আছে, ভোগান্তি নেই—চাঁদপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন

০৬ জুন ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
চাঁদপুর লঞ্চঘাটে হাসিমুখে যাত্রীরা

চাঁদপুর লঞ্চঘাটে হাসিমুখে যাত্রীরা © টিডিসি

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও নেই তেমন কোনো ভোগান্তি। ফলে স্বস্তিতে ফিরছেন যাত্রীরা আপন ঠিকানায়।

আজ (৬ জুন ২০২৫, শুক্রবার) দুপুর ১২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, শত শত মানুষ রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে লঞ্চে করে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে ফিরছেন। লঞ্চ থেকে নামা বা ওঠার সময় কারও মুখে বিরক্তির ছাপ নেই। অনেকে হাসিমুখে যাত্রা করছেন, আবার কেউ কেউ হাসিমুখেই ঘাটে পা রাখছেন।

যাত্রীরা জানান, এবার তাঁরা সহজেই লঞ্চে উঠতে পেরেছেন, অতিরিক্ত ভাড়া দিতে হয়নি এবং যাত্রাপথও ছিল নির্বিঘ্ন।

একজন যাত্রী বলেন, ‘প্রতি ঈদেই অনেক ভোগান্তি হয়, কিন্তু এবার পরিবহন ব্যবস্থাপনা ভালো ছিল। একটু ভিড় থাকলেও তেমন কোনো সমস্যা হয়নি।’

তবে কেউ কেউ জানিয়েছেন, লঞ্চের ভেতরে যাত্রীসংখ্যা বেশি থাকায় দাঁড়ানোর জায়গা পেতেও কষ্ট হয়েছে। তবুও পরিবারের সঙ্গে ঈদ কাটানোর আনন্দে সেই কষ্টও সহজ হয়ে গেছে।

দীর্ঘ ১০ দিনের ছুটিতে সন্তানদের নিয়ে বাড়ি ফেরা অনেকেই বলছেন, এবারের ঈদ হবে বিশেষ আনন্দময়। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগকেই তাঁরা দেখছেন বড় একটি স্বস্তির ব্যাপার হিসেবে।

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা। ঘাটজুড়ে রয়েছে কঠোর নজরদারি।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ বলেন, ‘যাত্রাপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার মো. বাছির আহমেদ জানান, ‘ঈদ উপলক্ষে যাত্রীসেবায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানি যেন না হয়, সেজন্য প্রশাসনের বিভিন্ন ইউনিট কাজ করছে। পাশাপাশি বাড়তি ছয়টি লঞ্চ যাত্রী পরিবহনে যুক্ত করা হয়েছে।’

সব মিলিয়ে চাঁদপুর লঞ্চঘাটের চিত্র বলছে—ভিড় আছে, কিন্তু প্রশাসনের তৎপরতায় এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক। প্রিয়জনের কাছে ঈদের আনন্দ নিয়েই ফিরছেন মানুষ।

ঢাবির অধীন নিটোরে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
স্মার্টফোনের কারণে যেসব সমস্যা হতে পারে চোখে
  • ১০ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে…
  • ১০ জানুয়ারি ২০২৬
রাশিয়া-চীন যাতে নিতে না পারে, সে জন্য গ্রিনল্যান্ডের ‘মালি…
  • ১০ জানুয়ারি ২০২৬
ল্যাপটপ ব্যবহার করার সময় এ ভুলগুলো করবেন না
  • ১০ জানুয়ারি ২০২৬
তিন ক্যাম্পাসে শুরু হলো চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9