চাঁদপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

২৫ মে ২০২৫, ০১:৩৮ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৪:১৬ PM
ভূমি মেলা উদ্বোধন করছেন জেলা প্রশাসক

ভূমি মেলা উদ্বোধন করছেন জেলা প্রশাসক © টিডিসি

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উপলক্ষে চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার (২৫ মে) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে এ মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, সরকার ভূমিসেবা দিতে অনলাইনে আবেদন ও সব ধরনের ফি জমা দেওয়ার ব্যবস্থা রেখেছে। ভূমিসেবা সহজ করতে গণশুনানি ও বিভিন্ন সেবা প্রদানের জন্য স্টলের মাধ্যমে সেবা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। যাতে সাধারণ মানুষ এখানে এসে দ্রুত ভূমিসেবা পাওয়া পান।

তিনি বলেন, ‘ভূমিসেবা নিতে অথবা আপনারা যদি শুনেন, ভূমি চেক নিতে কোথাও কোনো টাকা দিতে হয়েছে, তাহলে আমাকে জানাবেন। সরকারি ভূমিসেবা এখন জনগণের দোরগোড়ায়। আমাদের লক্ষ্য, ভূমি-সংক্রান্ত প্রতিটি সেবা যেন সাধারণ মানুষ সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে পান। এই ভূমি মেলা তারই একটি উদাহরণ।’

আরও পড়ুন: পিএসএল শিরোপার মঞ্চে সাকিব-রিশাদ-মিরাজ

মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ বা জমির খাজনা  প্রতিটি সেবা এখন ডিজিটাল হচ্ছে, যেন কোনো দালালের প্রয়োজন না পড়ে। ভূমি মেলা শুধু প্রদর্শনী নয়, এটি সচেতনতার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি জানতে পারবেন, কীভাবে সঠিকভাবে জমির মালিকানা নিশ্চিত করবেন, অনলাইনে সেবা নেবেন এবং আইনগত সুরক্ষা পাবেন।’

তিনি আরও বলেন, ‘ভূমি অফিস এখন সেবাকেন্দ্র, ভোগান্তির জায়গা নয়। আমরা চাই, মানুষ যেন আস্থা নিয়ে ভূমি অফিসে আসে, সঠিক সেবা পান এবং সন্তুষ্ট হয়ে ফিরে যান। এই পরিবর্তন আনতেই আমাদের এ আয়োজন। আপনার ভূমি, আপনার অধিকার। ভূমি-সংক্রান্ত প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় আমরা সর্বদা আপনাদের পাশে আছি।’

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে সালাহউদ্দিন আহমেদের অবস্থান ও ভূমিকা নিয়ে যা বললেন প্রেস সচিব

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও ভূমিসেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভূমিহীন পরিবারের মধ্যে দলিল, ভূমি অধিগ্রহণকারীদের মধ্যে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বরে ভূমি সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্্যালি বের করা হয়।

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিসিবি সভাপতির সঙ্গে শিবিরের সেক্রেটারির সাক্ষাৎ
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় …
  • ০৯ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া–শহীদ হাদির কবর জিয়ারত জকসু ছাত্রদল প্যানেলের
  • ০৯ জানুয়ারি ২০২৬
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ 
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9