ভারতে পালানোর চেষ্টা: ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা আটক

০৫ জুন ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
 আওয়ামী লীগ নেতা আটক

আওয়ামী লীগ নেতা আটক © সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হয়েছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবির।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট জমা দেওয়ার পর যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উদ্ঘাটিত হয়। এরপরই পুলিশ তাকে আটক করে। শেখ রেজাউলের পাসপোর্ট নম্বর ছিল A00953915। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের বাসিন্দা এবং মৃত মুকবুল শেখের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “পূর্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল শেখ রেজাউল কবির ভারতে পালাতে পারেন। সেই অনুযায়ী আমরা সতর্ক ছিলাম। পাসপোর্ট স্ক্যান করার পর তার নামে একাধিক মামলার তথ্য পাওয়া যায়, ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, মোল্লাহাট থানায় শেখ রেজাউলের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির নম্বর ২১, তারিখ ২২/০৯/২০২৪। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩ (অবৈধ সমাবেশ), ৩৪১ (অবাধ চলাচলে বাধা), ৩৪২ (অবৈধভাবে আটকে রাখা), ৩২৩ (আঘাত), ৩০৭ (হত্যাচেষ্টার), ৩৮৬ (চাঁদাবাজি), ৫০৬ (হুমকি) ও ৫০২ (মিথ্যা তথ্য প্রচার) ধারায় রুজু করা হয়েছে।

আটকের পর শেখ রেজাউল কবিরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, “তার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। নিয়ম অনুযায়ী তাকে মোল্লাহাট থানায় পাঠানো হবে।”

এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

দেশে অনিবন্ধিত নতুন ফোন বিক্রি, এনইআইআর চালুর পর যে ভয়াবহ ত…
  • ০২ জানুয়ারি ২০২৬
৭টি জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা জরিমানা জামায়াত প্র…
  • ০২ জানুয়ারি ২০২৬
স্লাটশেমিংয়ের শিকার এনসিপি নেত্রী মিতু, প্রকৃত তথ্য তুলে ধর…
  • ০২ জানুয়ারি ২০২৬
জানুয়ারিজুড়ে শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ০২ জানুয়ারি ২০২৬
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক ভিডিও, চাকরি থেকে …
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!