ছাত্রলীগ-যুবলীগ দিয়ে কমিটি করার অভিযোগ, আমরণ অনশনে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা

০৫ জুন ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
আমরণ অনশনে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা

আমরণ অনশনে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা © টিডিসি

বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে আমরণ অনশন শুরু করেছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর থেকে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনারে তারা এ অনশন শুরু করেন।

পদবঞ্চিতদের দাবি, দীর্ঘদিন মামলা-হামলার মুখে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পরও তাদের উপেক্ষা করে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে। এমনকি কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সন্তানরাও স্থান পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

এর আগে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ১৬১ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ও ৯৩ সদস্যের শহর ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে জেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিক কমিটিও প্রকাশ করা হয়। যদিও অন্যান্য শাখা কমিটি নিয়ে তেমন আপত্তি নেই, জেলা কমিটি নিয়েই সবচেয়ে বেশি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পদবঞ্চিত নেতা নাসিরুদ্দিন মামুন অভিযোগ করে বলেন, “নতুন কমিটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। এটি দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রতি চরম অবমূল্যায়ন।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, “ছাত্রদলের নিয়মিত ও সক্রিয় সদস্যদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে। কেউ যদি ছাত্রলীগ বা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাদের অভিযোগ রয়েছে, তারা যেন নির্দিষ্ট প্রমাণসহ লিখিতভাবে জানায়।”

তিনি আরও দাবি করেন, “অনশনে বসা নেতাকর্মীরা দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এমনকি তারা ছাত্রদলে থাকবেন না যুবদলে যাবেন, সেই সিদ্ধান্তও পরিষ্কার করেননি।”

কুমিল্লায় ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ
  • ০৩ জানুয়ারি ২০২৬
আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ২ জেলায়
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইয়েমেন সংলগ্ন আরব সাগরে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা সৌদি জোট…
  • ০৩ জানুয়ারি ২০২৬
বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার সেই ৪৫ জন কারাগারে
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!