পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরার উপকূলে সমাবেশ

০৫ জুন ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:৩১ PM
পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরা উপকূলে সমাবেশ

পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরা উপকূলে সমাবেশ © টিডিসি

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস বন্ধ এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে ‘পরিবেশ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগরের চুনা নদীর পাড়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম আয়োজিত এই সমাবেশে অংশ নেয় স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি এবং শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সবুজ বিল্লাহ'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুব জলবায়ু যোদ্ধা রাবেয়া সুলতানা, ওবায়দুল্লাহ আল মামুন, নাহিদ হাসান জিম, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, পরিবেশ কর্মী মাসুম বিল্লাহ, গাজী আবু নাঈম প্রমুখ। স্থানীয় যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ পরিবেশ সুরক্ষার অঙ্গীকারে মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে উপস্থিত বক্তারা উন্নয়নের নামে নির্বিচারে পরিবেশ ধ্বংসের তীব্র নিন্দা জানান। তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি। বক্তারা পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে সাতক্ষীরা উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানান। তাদের মতে, পর্যাপ্ত আর্থিক সংস্থান ছাড়া পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের কার্যক্রম কখনও ফলপ্রসূ হবে না।

প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে সমাবেশে বক্তারা আরো বলেন, প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রচলনের উদ্যোগ নিতে হবে।

কথাবার্তা যত কম, ততো ভালো- রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
সরকারি ৩৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শু…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
তিন কারণে বিলম্বিত হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage