পিরোজপুরে বাস ভাড়া যৌক্তিক করার দাবিতে মানববন্ধন
পিরোজপুর-নাজিরপুর, গোপালগঞ্জ হয়ে ঢাকা যাওয়া-আসার ভাড়া যৌক্তিক নির্ধারণের দাবিতে পিরোজপুরে শহীদ মিনার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ জুন) বুধবার সকালেেএ মানববন্ধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতির আহ্বায়ক মইনুল আহসান মুন্না, নারীনেত্রী খালেদা আক্তার হেনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ আবু, যুগ্ম আহ্বায়ক জগৎ প্রিয় দাস বিষু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো. নাসির উদ্দিন, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, সদস্যসচিব হাছিবুর রহমান প্রমুখ।
মানববন্ধন আহ্বায়ক মইনুল আহসান মুন্না দ্য ডেইলি ক্যাম্প্যাস কে বলেন, ‘বিগত সরকারের সময় শেষ দিকে এসে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বর্তমান বৈষম্যহীন সমাজে আমরা এই বৈষম্য চাই না। সরকার নির্ধারিত ভাড়া ধরে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণের ব্যবস্থা করতে হবে।’
আরও পড়ুন: সীমান্তে ঢুকে পড়ায় জনতার হাতে আটক বিএসএফ সদস্য, উদ্ধার করে নিল বিজিবি
তিনি আরও বলেন, পথে কিলোমিটার হিসাবে ভাড়া জনপ্রতি সর্বোচ্চ ৫৫০ টাকা হবে। অথচ কৌশলে বিআরটিএকে ভুল বুঝিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া জনপ্রতি ৬৫০ টাকা আদায় করা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগে এ বিষয়ে বেশ কিছু দাবি নিয়ে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও পরে জেলা প্রশাসনে স্মারকলিপি প্রদান করা হয়।