সীমান্তে ঢুকে পড়ায় জনতার হাতে আটক বিএসএফ সদস্য, উদ্ধার করে নিল বিজিবি

আটক বিএসএফ সদস্য
আটক বিএসএফ সদস্য  © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্ত থেকে তাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।

এ খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক বিএসএফ সদস্যকে হেফাজতে নিয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

তিনি জানান, সকাল ৮টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে বিএসএফের ওই সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে ফেলে। মুহূর্তের মধ্যে সেখানে মানুষ জড়ো হয়ে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই সদস্যকে হেফাজতে নেন।

আরও পড়ুন : সবার প্রতি পুলিশের সতর্কবার্তা

তবে তাৎক্ষণিকভাবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করা হয়নি। আইনানিভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বুধবার সকালে সীমান্তের শূন্যরেখায় ছাগল তাড়াতে এসে এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। শুনেছি তিনি ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা তাকে আটক করে বেঁধে রাখে। খবর পেয় বিজিবির সদস্যরা এসে তাকে জোহরপুর বিওপি ফাঁড়িতে হেফাজতে নিয়ে যায়। পরে বেলা ১১টার দিকে বিজিবি তাকে বিএসএফের কাছে হস্তান্তর করে দিয়েছে বলে শুনেছি।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence