সবার প্রতি পুলিশের সতর্কবার্তা

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশ  © সংগৃহীত

সম্প্রতি প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাইক্রোবাসে যাত্রী তুলে প্রতারণা করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র যাত্রীদের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে তাদের টাকাপয়সা ছিনিয়ে নিচ্ছে। আবার যাত্রীদের অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের কাছে ফোন দিয়ে বিকাশে অর্থ আদায় করছে।

বুধবার (৪ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বার্তায় বলা হয়, এ ধরনের অপরাধী চক্রের কবল থেকে সজাগ ও সতর্ক থাকতে যাত্রীসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

এ ধরনের প্রতারণার কবল থেকে রক্ষা পেতে যাত্রীদের পথিমধ্য থেকে মাইক্রোবাস বা এ জাতীয় যানবাহনে না ওঠার জন্য পুলিশ অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে থেকেই আসামি, মামলা দেশে— নাম বাদ দিতে এসআইয়ের ৫ লাখ টাকা ঘুষ দাবি

আরও সতর্ক করে বলা হয়, যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করা এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

পুলিশ বলছে, একাকী ভ্রমণের সময় সাবধান থাকুন। নিজের অবস্থান ও গন্তব্য সম্পর্কে পরিবারের সদস্য বা নিকটজনকে অবহিত রাখুন। আপনার আশপাশের যাত্রীদের প্রতি সজাগ দৃষ্টি রাখুন। কাউকে সন্দেহ হলে বা সন্দেহজনক কোনো গাড়ি বা পরিস্থিতি লক্ষ্য করলে তৎক্ষণাৎ নিকটস্থ পুলিশকে জানান বা ৯৯৯ এ কল করুন।

বাংলাদেশ পুলিশ সংঘবদ্ধ অপরাধী ও প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence