সুবর্ণচরে ইউএনওর কটূক্তির প্রতিবাদে বিএনপির মানববন্ধন, অপসারণের দাবি

০৩ জুন ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আসফার সায়মার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে চরজব্বর থানার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় অবিলম্বে ইউএনও রাবেয়া আসফার সায়মার অপসারণ ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এনায়েত উল্যাহ বাবুল ও নুরুল ইসলাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে ইউএনও নিজের সীমা লঙ্ঘন করেছেন।

আরও পড়ুন: ঈদ ছুটিতে ঢাবির প্রতি পয়েন্টে থাকবে দু’জন অস্ত্রধারী পুলিশ

বক্তারা আরও বলেন, ঈদের পরে একটি সাংগঠনিক পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য উপজেলা হলরুম ব্যবহারের অনুমতির জন্য লিখিতভাবে আবেদন করা হলে ইউএনও অনুমতি না দিয়ে কটাক্ষ করে বলেন, বেগম খালেদা জিয়াকে বলুন অনুমতি দিতে। উনি যদি প্রধানমন্ত্রী হন তখন আসবেন অনুমতি নিতে। এমন মন্তব্যে নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন স্বপন, যুববিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম, আবু্ল খায়ের আকাশ, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  সাহাব উদ্দিন অনিক, সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক সহ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সুবর্ণচর উপজেলার জনসাধারণ।

ল্যাপটপ ব্যবহার করার সময় এ ভুলগুলো করবেন না
  • ১০ জানুয়ারি ২০২৬
তিন ক্যাম্পাসে শুরু হলো চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
  • ১০ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা দেশে ভাঙচুর চালাচ্ছে: খাম…
  • ১০ জানুয়ারি ২০২৬
দেশ ও প্রজন্মের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জামায়…
  • ১০ জানুয়ারি ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছেন চবির ‘বি’ ইউনিটের ভর্তিচ্ছুরা
  • ১০ জানুয়ারি ২০২৬
গ্যাসের মারাত্মক স্বল্পচাপ রাজধানী যেসব এলাকায়
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9