ঝড়ের মধ্যে প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন নারী, উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল কোস্টগার্ড

৩০ মে ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:০১ AM
গর্ভবতী শরীফা বেগমকে উদ্ধার করে  হাসপাতালে পৌঁছে দিচ্ছে কোস্টগার্ড সদস্যরা

গর্ভবতী শরীফা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিচ্ছে কোস্টগার্ড সদস্যরা © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে সারাদেশে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে খুলনার দাকোপ উপজেলার দুর্গম কালাবগি এলাকায় শরীফা বেগম (২৮) নামে এক গর্ভবতী নারীর প্রসব ব্যথা শুরু হয়। বৃহস্পতিবার (২৯ মে) এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও বাংলাদেশ কোস্টগার্ড তাকে উদ্ধার করে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে শরীফা বেগম একটি পুত্রসন্তানের জন্ম দেন।

শুক্রবার (৩০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। 

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে কালাবগি গ্রামের শরীফা বেগমের প্রসব ব্যথা শুরু হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রুত চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় শরীফার পরিবার কোস্টগার্ড স্টেশন নলিয়ানের সঙ্গে যোগাযোগ করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে এবং কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্টেশন কমান্ডারের নির্দেশে জরুরি ভিত্তিতে একটি উদ্ধারকারী নৌকা প্রস্তুত করে কোস্টগার্ড।

তিনি আরও জানান, পরে তারা প্রতিকূল নদীপথ পাড়ি দিয়ে শরীফা বেগমকে কালাবগি থেকে চালনা ঘাটে পৌঁছে দেয়। সেখান থেকে তাকে দ্রুত দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে  চিকিৎসকদের তত্ত্বাবধানে শরীফা একটি পুত্রসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

হারুন-অর-রশীদ বলেন, ‘বাংলাদেশ কোস্টগার্ড শুধু উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, বরং মানবতার সেবায়ও সবসময় এগিয়ে আসে। এ ধরনের উদ্ধার অভিযান আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’

জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫ টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬
রাকিব তোমাকে আমরাই পরিকল্পিতভাবে পরাজিত করেছি: ফারুক হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
রইলো বাকি এক কেন্দ্র, জয়ের পথে কতটা ব্যবধান বাড়াল শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই …
  • ০৭ জানুয়ারি ২০২৬