টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, গভীর রাতেও থামেনি যানজটের দুর্ভোগ

৩০ মে ২০২৫, ০১:১৮ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০১:১৫ PM
বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা

বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সারাদেশেই নামে ভারী বৃষ্টি। রাজধানী ঢাকাও তার ব্যতিক্রম ছিল না। দিনের শুরু থেকে অবিরাম বৃষ্টিতে শহরের বহু এলাকা পানির নিচে চলে যায়। এতে ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল, সৃষ্টি হয় ভয়াবহ যানজট। এমনকি রাত গভীর হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি, বরং মধ্যরাতেও রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যানজটের চিত্র দেখা গেছে।

রাত ১১টার পর রাজধানীর দারুস সালাম, শ্যামলী ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকাজুড়ে যানজটের দীর্ঘ সারি দেখা যায়। সড়কে জমে থাকা পানি ও অতিরিক্ত যানবাহনের কারণে এসব এলাকায় চলাচল হয়ে পড়ে অত্যন্ত কষ্টকর।

এছাড়া শিশুমেলা থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে, নিউমার্কেট, নীলক্ষেত, গ্রিন রোড ও আজিমপুর সড়কও পানিতে ডুবে গেছে। এসব এলাকায় যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি পোহাতে হয়েছে।

বৃষ্টির কারণে দিনের বেলায় ঘরবন্দি অনেক মানুষ রাতের দিকে রাস্তায় বের হন। তবে তখনও রেহাই মেলেনি। পানিবন্দি সড়ক ও বাড়তি যানবাহনের চাপে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে অনেককে।

সাভারের হেমায়েতপুর থেকে নিউ মার্কেটমুখী যাত্রী আফনান সাকিব জানান, ‘সারাদিন বের হতে পারিনি। রাত ৯টার দিকে বৃষ্টি কমলে রওনা হই, কিন্তু স্বাভাবিক সময়ের এক ঘণ্টার পথ যেতে লেগেছে প্রায় তিন ঘণ্টা। সড়কে পানি জমে থাকায় যানবাহনগুলো ঠিকভাবে চলতেই পারছিল না।’

অন্যদিকে, রাত বাড়লেও ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও লরির আধিক্য চোখে পড়ে রাজধানীর বিভিন্ন সড়কে। এতে গণপরিবহন সংকট আরও প্রকট হয়ে ওঠে। অনেকেই বাস বা রিকশা না পেয়ে সড়কে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।

সায়েন্সল্যাব এলাকায় দাঁড়িয়ে থাকা মনির হোসাইন নামে একজন বলেন, ‘বৃষ্টির কারণে সন্ধ্যায় বের হতে পারিনি। এখন দোকানে যাওয়ার প্রয়োজন পড়েছে, কিন্তু প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পাচ্ছি না।’

বৃষ্টির পানি ও যানজটের কবলে এমন দুর্ভোগ রাজধানীবাসীর জন্য যেন নিয়মিত এক বাস্তবতা হয়ে উঠছে, যার সমাধানে কার্যকর উদ্যোগ এখনও অনুপস্থিত।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের, ‘…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন
  • ১২ জানুয়ারি ২০২৬
কলমাকান্দা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা কামাল
  • ১২ জানুয়ারি ২০২৬
আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদযাপন করলো …
  • ১২ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9