শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মানববন্ধন
বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি

সাতক্ষীরা সদরের বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

আজ সোমবার (২৬ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অনভিপ্রেত আচরণ করে আসছেন। তার বিরুদ্ধে ক্লাসে যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলা, ছাত্রীদের পার্কে নিয়ে যাওয়া, এমনকি রমজান মাসে শ্রেণিকক্ষে এক ছাত্রীর জন্মদিন উদযাপনের অভিযোগ ওঠে। এসব আচরণে ছাত্রীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানায় তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও অভিযোগ করে, শফিকুর রহমান শিক্ষক হিসেবে আদর্শহীন ও অনৈতিক। তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ভুয়া বিল-ভাউচার ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে প্রভাব বিস্তার করে চলেছেন।

প্রতিবাদকারীরা জানায়, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও আইনানুগ শাস্তি নিশ্চিত না করা হলে তারা ক্লাস বর্জনসহ অন্যত্র ভর্তির মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আরও পড়ুন: সচিবালয় ‘অচল’ করে দেওয়ার হুঁশিয়ারি কর্মচারী নেতাদের

মানববন্ধনে ‘শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার অবক্ষয় চলবে না’, ‘ছাত্রীদের নিরাপত্তা চাই’, ‘শফিকুর রহমানের অপসারণ চাই’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে বিদ্যালয় এলাকা।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি সব সময় বিদ্যালয়ের নিয়মনীতি মেনে চলার চেষ্টা করেছি। কারও কোনো অভিযোগ থাকলে কর্তৃপক্ষ তা সঠিকভাবে তদন্ত করে দেখুক, সত্যটা জানতে পারবে।’

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য নেওয়া হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ