রাস্তার অনিয়ম পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:০৪ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ১০:১৯ AM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলি-রুস্তমহাট সড়কে চলমান সড়ক নির্মাণকাজে অনিয়ম পরিদর্শন করতে গিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রনেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘেঁষা প্রতিনিধি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, মামুনুর রশীদ নামের ওই ব্যক্তি নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী’ এবং ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সড়ক নির্মাণকাজ পরিদর্শনে যান। তিনি অভিযোগ করেন, কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং নির্মাণে মান বজায় রাখা হচ্ছে না।
মামুনুর রশীদ বলেন, ‘আমি আমার নিজ এলাকার সড়কে অনিয়ম দেখে প্রতিবাদ জানিয়েছি। অথচ এখন আমাকে চাঁদাবাজ বলে অপবাদ দেওয়া হচ্ছে। আমি একজন মসজিদের খতিব এবং চাকরির সামান্য আয়ে সমাজসেবা করে যাচ্ছি। কোনো রাজনৈতিক দলের সদস্য নই, সচেতন নাগরিক হিসেবে এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছি।’
তবে নির্মাণকাজে নিয়োজিত একাধিক ব্যক্তি দাবি করেছেন, মামুনুর রশীদ অনিয়মের অভিযোগের আড়ালে চাঁদা আদায়ের উদ্দেশ্যে সেখানে যান। ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মী বলেন, ‘নির্মাণকাজ যথাযথভাবে করা হচ্ছে। কিন্তু ওই ব্যক্তি হঠাৎ এসে চাঁদা দাবি করেন।’
স্থানীয় সূত্র জানায়, মামুনুর রশীদ এর আগেও কখনো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কখনো ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ অথবা ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজির অভিযোগের মুখে পড়েছেন। তিনি প্রশাসনের কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করেন এবং আওয়ামী লীগের কিছু নেতার সঙ্গে রাতের বেলায় গোপন বৈঠকে অংশ নেন বলে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করলেও, অধিকাংশই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা সড়ক নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।