মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

২০ মে ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
মো. সমুদ্র মাল

মো. সমুদ্র মাল © সংগৃহীত

চাঁদপুরে মোটরসাইকেল ও  ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  মো. সমুদ্র মাল (২৪) নামে এক ছাত্রদল  নেতাসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সমুদ্র মাল চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য। তিনি বাবুরহাট মাল বাড়ির বাসিন্দা ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মনির মালের ছেলে। নিহত অপরজন হলেন অটোরিকশাচালক নাম ইসমাইল। তিনি নাটোরের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা জজ কোর্ট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছাত্রদল নেতা সমুদ্র মাল শহর থেকে ব্যক্তিগত কাজ সেরে বাবুরহাটে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ডিসি অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ছাত্রদল নেতা ও অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই  নুরুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ঘটনায়  একটি  অপমৃত্যুর মামলা করা  হয়েছে।  ময়না তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬