দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৫:২৬ PM

দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। রাজধানী ঢাকায় এ সময় বৃষ্টিপাত হয়েছে ২৩ মিলিমিটার।
আরও পড়ুন: মেক্সিকোতে ট্রাক-বাস-ভ্যান সংঘর্ষ, নিহত ২১
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে নদীপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এরমধ্যে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
বর্তমানে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।