তীব্র গরমে হিট স্ট্রোকে তরুণের মৃত্যু
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
দেশজুড়ে চলমান তাপদাহের মধ্যে কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মো. রাশেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত রাশেদ উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মনজুর আলমের ছেলে। বাড়ির উঠানে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এ বিষয়ে পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী বলেন, ‘অতিরিক্ত গরমে ওই তরুণ হিটস্ট্রোক করেছেন। তাকে সকালে পেকুয়া জেনারেল হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। তবে বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পৌঁছানোর পর রাশেদের মৃত্যু হয়েছে।’