নিখোঁজের দুই দিন পর বিল থেকে যুবকের লাশ উদ্ধার

০৭ মে ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ মে) সকালে পূর্বভালুকা গ্রামের একটি খামারের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

জানা গেছে, নিহত যুবকের নাম মুমিনুল ইসলাম সজল (২৩)। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত সমর আলীর ছেলে।      

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজল ওই বিলে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান না পেয়ে  পরিবারের পক্ষ থেকে নিহতের বোন রুনা আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন। 

পুলিশ জানায়, নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত বড় বোন রুনা আক্তার বাদী হয়ে থানায় একটি অমৃত্যু মামলা করেছেন। 

বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সমাবেশ থেকে ফেরার পথে চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬