জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে

হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান
হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান  © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি লিখে না দেওয়ায় কৃষক বাবাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলেদের বিরুদ্ধে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভুক্তভোগী মুজিবুর রহমান (৫৫)। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার  বারোবাড়িয়া ইউনিয়নের বারা গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম

মঙ্গলবার (৬ মে) সরেজমিন গিয়ে দেখা যায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন মেঝেতে শুয়ে শুয়ে কৃষক মুজিবুর রহমান (৫৫)। তিনি জানান, দুই বিয়ে করেছেন তিনি। আগের সংসারের চার ছেলে চার মেয়ে। পরের সংসারে তিন ছেলে। আগে সংসারের বড় ছেলে আলমগীরকে ওমানে পাঠানোর জন্য পাঁচ লাখ টাকা খরচ করেছিলেন। দ্বিতীয় বিয়ে করার পর থেকে আগের সংসারের ছেলেমেয়েরা তাকে আর দেখতে পারে না। ওমান থেকে দেশে ফিরেই আলমগীর তার ভাইদের নিয়ে জমি লিখে দেওয়ার জন্য প্রায়ই ঝগড়া-বিবাদ করত। এর আগেও দুইবার মারধর করেছে।

তিনি বলেন, ‘গত রমজানের ঈদের পরদিন আমার পরের সংসারের স্ত্রী হেনা এবং তিন ছেলেসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই নিয়ে কয়েক দফায় এলাকায় দেন দরবার হয়েছে। কিন্তু আমার ছেলেরা কিছুই মানে না। শনিবার দুপুরে আমার নিজের বাড়িতে গেলে আলমগীরসহ অন্য ছেলেরা এবং তার সঙ্গে আরও লোকজন মিলে আমাকে ব্যাপক মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে। আমার জমি ওদেরকে লিখে না দিলে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। পরে গুরুতর আহত হলে পরের সংসারের ছেলে ও স্ত্রী আমাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। এখনও ঠিকমতো নড়াচড়া করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমার পরিণতি এমন হবে আগে কখনও ভাবিনি। দ্বিতীয় বিয়ে করাটাই আমার জন্য ছিল চরম ভুল। এখন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবো না। বাড়িতে গেলে আমার ছেলেরা জমির জন্য আমাকে মেরেই ফেলবে। আমার মতো এমন পরিণতি যেন আর কোনও বাবার না হয়।’  

দ্বিতীয় সংসারের ছেলে আশিকুর রহমান জানান, ‘আমার বাবাকে নিয়ে আমরা এখন খুব অসহায় অবস্থায় আছি। আমরা বাড়ি ঘরেও যেতে পারি না। থানায় অভিযোগ করেও কোন লাভ হয়নি।’

এ বিষয়ে গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘বাবাকে মারধরের বিষয়ে ছেলেদের বিরুদ্ধে একটি অভিযোগ থানায় পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence