ফেনীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM
ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ৮টার দিকে ফেনী স্টেশন সংলগ্ন গুদাম কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয় ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির মাথার অংশ কাটা পড়েছে। তার পরনে লুঙ্গি ও পাঞ্জাবি ছিল। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।