‘বৈষম্যবিরোধী নেতাকর্মীরা যেন মামলায় আসামি না হয়—সে জন্য চাপ সৃষ্টি করেছিল’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব  © টিডিসি

‘বৈষম্যবিরোধী নেতাকর্মীরা যেন মামলায় আসামি না হয়—সে জন্য চাপ সৃষ্টি করেছিল’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের কবর জিয়ারত করতে এসে তিনি এমন মন্তব্য করেন। এসময় তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। 

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিব বলেন, পারভেজ হত্যার পরপরই বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব বনানী থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। তারা চেয়েছিল, হত্যাকাণ্ডে জড়িত বৈষম্যবিরোধী নেতাকর্মীরা যেন মামলায় আসামি না হয়—সে জন্য চাপ সৃষ্টি করেছিল। পরে রাতে একটি প্রেস কনফারেন্স করে তারা দায় এড়াতে চেয়েছে, যা তাদের নেতৃত্বের ব্যর্থতারই প্রমাণ। 

‘তারা দাবি করেছে, আমরা নাকি উদ্দেশ্যমূলকভাবে তাদের জড়িয়েছি। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাদের দুজন নেতাকর্মী সরাসরি জড়িত ছিল এবং আরও কয়েকজন আশপাশে উপস্থিত ছিল। এরপর থেকে তারা আর কোনো বক্তব্য দেয়নি।’

তিনি আরও বলেন, তাদের সংগঠনের যাত্রা শুরু হয়েছে মাত্র, আন্দোলন-সংগ্রামে তাদের অভিজ্ঞতা কম। আমি বিশ্বাস করি, তারা ধীরে ধীরে নেতৃত্বে পরিপক্বতা অর্জন করবে। কিন্তু এই ঘটনায় তারা নেতৃত্বের ব্যর্থতা দেখিয়েছে এবং দায়সারা বক্তব্য দিয়েছে। এমন একটি হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তাদের ওপর যে সামান্য আস্থা ছিল, সেটিও এখন সংকটে পড়েছে। আমি আহ্বান জানাই—ভবিষ্যতে সঠিক তথ্য তুলে ধরতে এবং যেকোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, নিহত পারভেজের পরিবারের পাশে সবসময় থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মশিউর রহমান মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগরের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence