ব্যবসায়িক কাজে আমন্ত্রণ করে তিন শ্রীলঙ্কানকে অপহরণ, গ্রেপ্তার ৪

২৪ এপ্রিল ২০২৫, ০২:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৭ PM
শ্রীলঙ্কার তিন নাগরিক মালাভি প্যাট্রিনা, প্যাট্রিনা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল

শ্রীলঙ্কার তিন নাগরিক মালাভি প্যাট্রিনা, প্যাট্রিনা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল © টিডিসি ফটো

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে ‘অপহৃত’ তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালিয়া এলাকার কাজী এমদাদ হোসেনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া শ্রীলঙ্কার নাগরিকরা হলেন মালাভি পাঠিরানা, পাঠিরানা, থুপ্পি মুডিয়ানসিলা নীল।

আটক ব্যক্তিরা হলেন মোল্লাহাট থানার দক্ষিণ আমবাড়ি সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), একই এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮), চরকুলিয়া এলাকার এস এম শাহাব উদ্দিনের ছেলে এস এম শামসুল আলম (৪৫)। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শ্রীলঙ্কার তিন নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন আটক শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরে শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি ব্যাংক হিসাব নম্বর পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা শ্রীলঙ্কার তিন নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬