পানিতে ডুবে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১৭ এপ্রিল ২০২৫, ০৬:১২ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১৫ PM
পানিতে ডুবে মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু © ফাইল ছবি

বরগুনার তালতলীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার শারিকখালী ইউনিয়নের দক্ষিণ নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম নলবুনিয়া গ্রামের মো. ফারুক আকনের মেয়ে এবং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার জানায়, বুধবার সকালে মরিয়ম ও তার সহপাঠী নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। পুকুর ঘাটে দাঁড়ানোর পর পাঁকা ঘাটের শেওলায় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার সহপাঠী মিম বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুজি করে মরিয়মকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়মের বাবা মো. ফারুক আকন জানান, বুধবার সকালে স্কুলে যাওয়ার জন্য মরিয়ম এবং তার সহপাঠী মিম পুকুরের পাঁকা ঘাটে গোসল করতে যায়। ওই সময় মরিয়মের পা পিছলে পানিতে তলিয়ে যায়। মরিয়ম সাঁতার জানতো না। মরিয়ম ও মিম একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

তালতলী থানার ওসি মো. শাহজালাল মিয়া বলেন, ‘পানিতে ডুবে মরিয়ম নামে এক কিশোরী আমতলী হাসপাতালে মারা গেছে। কোন অভিযোগ না থাকায় কিশোরীর মরদেহ অভিভাবকরা দাফনের জন্য নিয়ে গেছেন।’

কৃষি গুচ্ছের প্রথম অপেক্ষমান তালিকায় ৭ হাজারের বেশি শিক্ষার…
  • ০৭ জানুয়ারি ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ফল প্রকাশ, কাটমার্ক ৫১.২৫
  • ০৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপের খবর জানতে চায় অধিদপ্তর
  • ০৭ জানুয়ারি ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
  • ০৭ জানুয়ারি ২০২৬