যুব উন্নয়নের কোয়ার্টারে মিলল যুবকের ঝুলন্ত লাশ

  © ফাইল ফটো

পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ডরমিটরি থেকে মামুন মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২ এপ্রিল) সকালে সদর উপজেলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মামুন মঠবাড়িয়া উপজেলার তুষখালীর জমাদ্দার বাড়ি এলাকার মো. মাহবুব হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক ট্রেডের আউটসোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে মোংলার চৈতি মিম নামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় মামুন মিয়ার। কিন্তু বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে মামুন দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। ছুটিতে বাড়ি গেলেও তিনি যেন স্বস্তি পাচ্ছিলেন না। ঈদের দিন রাতেই কর্মস্থলে ফিরে আসেন।

আজ সকালে ডরমিটরির অন্য রুমের বাসিন্দারা মামুনকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দেন। তারা দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন মামুন। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহতের বোন মারুফা বলেন, আজ সকালে আমার সঙ্গে মামুনের শেষ কথা হয়। বারবার বলছিল, ‘বউয়ের জন্য আমার জীবনটাই শেষ। আমি মনে হয় আর বাঁচব না।’ দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিল আমার ভাই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান বলেন, লাশ উদ্ধারের সময় মামুন ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ