রাজধানীতে ঈদ আনন্দ মিছিল শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:২০ AM , আপডেট: ৩১ মার্চ ২০২৫, ১০:৩৪ AM

রাজধানীতে সুলতানি-মোঘল আমলের কায়দায় শুরু হয়েছে ঈদ আনন্দ মিছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ মিছিল শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। এ সময় হাজার হাজার মানুষ একত্রে আনন্দে মেতে ওঠেন। এরপর শুরু হয় ঈদ আনন্দ মিছিল। মিছিলের শুরুতে পাঁচটি ও ভেতরে ছিল ১০টি ঘোড়ার গাড়ি।
মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে। খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।
প্রসঙ্গত, পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত ঈদের এই আনন্দ মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা সহায়তা প্রদান করেন।