খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা-বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয় © টিডিসি

গণতন্ত্রের শক্ত ভিত নির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম—এই দর্শনকে সামনে রেখে ‘দেশের চাবি আপনার হাতে’ মূলনীতিতে খাগড়াছড়িতে জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পিআইবির পরিচালক (প্রশাসন) কাজী মো. তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, নির্বাচনকালে সাংবাদিকদের জন্য সবচেয়ে সংবেদনশীল ও চ্যালেঞ্জিং সময়। এ সময় সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের দক্ষতা ও নৈতিকতার বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা ও জনআস্থার সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায় থেকে মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, আইনি কাঠামো, পেশাগত সতর্কতা, গুজব ও ভুল তথ্য প্রতিরোধ, তথ্য যাচাই এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচনকালীন সময়ে আরও দক্ষ, সচেতন ও নৈতিক সাংবাদিকতা চর্চায় সক্ষম হয়ে উঠবেন, যা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

জুলাই অভ্যুত্থানের আসামীর পদোন্নতির প্রতিবাদ করায় ছাত্রদল ন…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সব রেকর্ড ভাঙল স্বর্ণ, ভরি কত?
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা …
  • ১৪ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি, তদন…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন প্রসঙ্গে যা বললেন তামিম
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9