ঈদের আগে কপাল পুড়ল ব্যবসায়ীদের, অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

  © টিডিসি

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার টল ঘরের মুদি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুজাফফর খন্দকার (৫৫) ও রবি পালের (৩৫) মুদি ও মনোহারি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া, শাহআলী প্যাদার (৪০) মুদি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানিতে আরও তিনটি দোকানের মালামাল নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছেবলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

মুজাফফর খন্দকারের ছেলে আতিকুর রহমান ও ভাগিনা মনির বলেন, ভোররাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দোকানে ছুটে আসি। এসে দেখি সব পুড়ে যাচ্ছে, কোনো মালামালই বের করতে পারিনি। ঈদ উপলক্ষে দোকান ও গুদামে প্রচুর মালামাল ছিল, এতে আমাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় চোখের সামনে দোকান পুড়তে দেখে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন মুজাফফর খন্দকার ও তার স্ত্রী কোহিনূর বেগম। তাদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক রবি পালের বাবা বাবু পাল জানান, ভোররাতে খবর পেয়ে এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগেছে শুনেছি। 

এ বিষয়ে  গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব অফিসার মো. কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলাচিপা পৌশহরের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ