সারা দেশে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ

২৩ মার্চ ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৫ PM
বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল © টিডিসি

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও টিএসএফ।

আজ রবিবার (২৩ মার্চ) সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খাগড়াছড়ি প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, যশোর জেলার কেশবপুর থানার অনন্ত সাহাপাড়া  খ্রিস্টিয়ান রিচ গার্লস হোস্টেলের শিক্ষার্থী রাজেরুং ত্রিপুরাকে (১৫) ধর্ষণের পর হত্যা করেছে হোস্টেল পরিচালক খ্রিস্টফার সরকার। পরে হত্যার ধামাচাপা দিতে নকল অভিভাবক ও বাবা সাজানো হয় দুজনকে। পরে কেশবপৃর থানায় ধরা পড়ে নকল বাবা সত্য মানিক ত্রিপুরা ও নকল অভিভাবক হানি চরন ত্রিপুরা। রাজেরুং ত্রিপুরার মৃত্যুর পর হোস্টেলে অবস্থানরত একই গ্রামের তিনজন সহপাঠীদের অভিভাবকরা তাদের সঙ্গে দেখা করতে চাইলে গেট বন্ধ করে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি ধর্ষক ও হত্যাকারীর সহযোগীরা। পরে সেখানকার স্থানীয় ছাত্র-জনতার সহযোগিতায় তিনজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি: দুই ইউনিটের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হবে একসঙ্গে

বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে ঘৃণ্য এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের খ্রিস্টফার সরকার ও জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। ভিক্তিম রাজেরুং ত্রিপুরার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। এ ছাড়া রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দেন।

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

এ  সময় বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপকি কমল বিকাশ ত্রিপুরা,সাধারণ সম্পাদক শুভ্র দেব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সভাপতি নবলেশ্বর দেওয়ান, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ অনেকে।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার গ্রেপ্তার

অন্যদিকে মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী ‘আছিয়াকে ধর্ষণ’ ও মৃত্যুর বিচারের দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানববন্ধন করেছে শেষে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় জাতীয়তা বাদী মহিলা দলের সভাপকি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক মাহেনা আক্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসক জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু জীবিত আছে, নেওয়া হচ্ছে চট্টগ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ফিল্ড ফ্যাসিলিটেটর, আবেদন শেষ ২১ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9