শিশুকে যৌন নিপীড়নে ভুক্তভোগী পরিবারকেই আসামি ধরে আনতে বললেন ওসি

২৩ মার্চ ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৮ PM
অভিযুক্ত ইব্রাহিম

অভিযুক্ত ইব্রাহিম © সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নে চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ইব্রাহিম হোসেন (৬৫) এলাকায় ‘সাদা বাবা’ নামে পরিচিত। ঘটনার পর থেকে প্রায় সাত মাস ধরে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, পুলিশ এ ঘটনায় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং অভিযুক্তকে খুঁজে বের করার দায়িত্ব পরিবারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

শিশুটির মা জানান, ২০২৪ সালের ২৪ আগস্ট সকালে ওই ঘটনা ঘটে। তিনি মেয়েকে অন্য শিশুদের সঙ্গে খেলতে বাইরে পাঠান। শিশুটি পাশের বাড়ির অভিযুক্ত ইব্রাহিমের নাতির সঙ্গে খেলছিল। এ সময় ইব্রাহিম তাকে মধু দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর নিজের নাতিদের বাইরে পাঠিয়ে দিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করেন।

শিশুটির কান্না শুরু করলে শুনে অভিযুক্তের নাতিরা দৌড়ে আসে। পরে বাড়ি ফিরে শিশু তার মাকে এ ঘটনা জানায়। অভিযুক্তের নাতিও অভিযোগ সত্য বলে স্বীকার করে এবং স্থানীয় নারীরা যৌন নিপীড়নের আলামত দেখতে পান। পরে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ঘটনা জানাজানি হলে ওই দিনই ইব্রাহিম পালিয়ে যান। এ ঘটনায় ২৬ আগস্ট পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করের শিশুর পরিবার। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে শিশুর মা বলেন, আমরা মামলা করেছি কিন্তু এত দিন হয়ে গেল পুলিশ তাকে ধরেনি। বরং ওসি আমাদের বলেছেন, আমরা যেন নিজেরা তাকে খুঁজে বের করে থানায় জানাই।’

ভুক্তভোগী পরিবারের এক প্রতিবেশী আবুল হোসেন বলেন, ‘ইব্রাহিম প্রথমে অস্বীকার করেছেন। তিনি আমাদের কাছে দাবি করেছেন যে শিশুটিকে পিঁপড়া কামড় দিয়েছিল, তাই পোশাক খুলেছিলেন। কিন্তু আশপাশের নারীরা প্রাথমিকভাবে যৌন নিপীড়নের আলামত নিশ্চিত করেছেন।’ ইব্রাহিমের বিরুদ্ধে আগেও চুরি ও প্রতারণার অভিযোগ ছিল বলে জানান তিনি।

ভুক্তভোগী শিশুর দাদা বলেন, ‘ইব্রাহিমের চরিত্রগত সমস্যা আছে। সে নানা কাজে অপরাধী। সে প্রায়ই নারীদের সঙ্গে খারাপ আচরণ করত। আমরা তার উপযুক্ত বিচার চাই।’

একই এলাকার প্রবীণ আব্দুস সালাম বলেন, ‘আমরা সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু পরিবার আইনি পদক্ষেপে অটল ছিল। এখনো চাইলে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে।’

এ বিষয়ে ইব্রাহিমের স্ত্রী বলেন, ‘ঘটনার সময় সে বাড়িতে ছিল না এবং কোরআনের শপথ করে সে নির্দোষ বলে দাবি করেছে।’

ইব্রাহিমের মেয়ে অভিযোগ করে বলেন, ‘ভুক্তভোগী পরিবার পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল, যা আমরা দিতে পারিনি বলেই মামলা করা হয়েছে।’

অন্যদিকে, এতদিন ধরে ইব্রাহিম নিখোঁজ থাকলেও তার পরিবারের কেউ থানায় নিখোঁজ ডায়েরি করেনি। পুলিশ বলছে, তার নিখোঁজ থাকাই মামলার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে।  

জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে রাগান্বিত হয়ে বলেন, ‘আপনারা কি আইন জানেন? আগে আইন শিখে তারপর আমাদের প্রশ্ন করতে আসবেন। আমরা এখনো মেডিকেল রিপোর্ট পাইনি, তাই মামলাটি বিলম্বিত হচ্ছে।’

তবে মামলার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) এম এস রায়হানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত নভেম্বরেই মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছেন। তবে আগে অন্য এক কর্মকর্তা এই মামলা তদন্তের দায়িত্বে ছিলেন। তিনি নতুন করে দায়িত্ব পেয়েছেন এবং কাজ চলমান আছে।

পরে ওসি মো. মনিরুল ইসলামকে বিষয়টি জানালে তিনি এবার সুর পাল্টে বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে খোঁজ করেছি। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাইনি। যদি অভিযুক্ত নিখোঁজ থাকে, তাহলে এই মামলা আদালতে স্থানান্তর করা হবে। আমরা অতি দ্রুত চার্জশিট দেব।’

এ সময় তিনি সাংবাদিকদের তাচ্ছিল্য করে বলেন, ‘এটা নিয়ে আপনাদের অতিরঞ্জিত কিছু করার দরকার আছে বলে আমি মনে করি না। তা ছাড়া বাদীপক্ষ যদি আসামিকে খুঁজে দেয়, তাহলে পুলিশ তাকে আটক করে নিয়ে আসবে।’

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9