গাজায় গণহত্যার প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল

২১ মার্চ ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৩৪ PM
ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল © টিডিসি

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর উপজেলার বাইপাস মোড় সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বেলাল হাফসীর সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সেক্রেটারি হাফেজ ইব্রাহিম আল হাদী। 

তিনি বলেন, ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। সাম্প্রদায়িক অপশক্তির এই দমন-পীড়ন মানবতার জন্য হুমকিস্বরূপ। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে দাবি জানাই, ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।’

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সহসভাপতি এম. আমিনুল ইসলাম বলেন, ‘বর্তমান বিশ্বে মুসলমানদের ওপর নিপীড়ন-নির্যাতন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফিলিস্তিন থেকে কাশ্মীর, নাগপুর থেকে আরাকান—সর্বত্র মুসলমানরা আজ নির্যাতিত। কিন্তু দুঃখজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় নিরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে এসব হামলা বন্ধের দাবি জানাই এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’

এ ছাড়া ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন ও মাওলানা আল আমিন, ইসলামী যুব আন্দোলনের রাজাপুর উপজেলা সভাপতি কে এম ইব্রাহিম খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগত সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সব মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তারা সরকারসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ হয় এবং ভারতের মুসলমানরা নিরাপদে বসবাস করতে পারেন।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ফিলিস্তিনের স্বাধীনতা এবং ভারতের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে কলা অনুষদ…
  • ১২ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৩১ জান…
  • ১২ জানুয়ারি ২০২৬
পার্থের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়:…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে’
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9