শেরপুরে স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে

সবজির দোকান
সবজির দোকান  © টিডিসি

সরকারের তৎপরতা ও সহনীয় সরবরাহে শেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি মিলছে। রমজানের শুরুতে শেরপুরে লেবুর বাজারে অস্থিরতা ও সয়াবিন তেলের অপর্যাপ্ততায় কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে তা কেটে গেছে। প্রথম রোজায় লেবুর হালি হাঁকানো হয়েছিল ১০০ টাকা। বর্তমানে শেরপুরে লেবুর হালি ৪০ টাকা। সয়াবিন তেলের সরবরাহও বেড়েছে। এ ছাড়া বিভিন্ন সবজির দামও ক্রেতাদের নাগালে রয়েছে।

শেরপুরের বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতা সূত্রে জানা গেছে, প্রতি কেচি গোল আলুর ২০-২৫ টাকা, দেশি আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৪০-৪৫ টাকা, দেশি রসুন ৮০-৮৫ টাকা, আদা ১২০-১৩০ টাকা, শসা ২৫ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচা পেঁপ ৪০ টাকা, করলা ৭০-৭৫ টাকা, টমেটো১০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

জেলায় মিঠাপানির মাছ কম পাওয়া গেলেও বাণিজ্যিকভাবে চাষের মাছ প্রচুর পাওয়া যাচ্ছে। গরুর মাংসের দাম গতবারের চেয়ে কেজিতে ৫০ টাকা বেড়েছে, হাঁসের মাংস কেজিতে ১০০ টাকা বেড়েছে, দেশি ও কর্ক মুরগির দাম কেজিতে ২০টাকা বেড়েছে, ব্রয়লার মুরগিতে ১৫ টাকা বেড়েছে। মূল্যতালিকা প্রতি কেজি ও চূড়ান্ত ভোক্তা পর্যায়ে দেখানো হয়েছে। শহরের তুলনায় গ্রামের বাজারগুলোতে সবজি ও মাছ, মাংসের দাম আরও একটু কম।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং পণ্য সরবরাহ ঠিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা নিয়মের ব্যত্যয় করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বোপরি সরকারের কঠোর নজরদারির কারণে বাজারে স্বস্তি ফিরে এসেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence