রমজান উপলক্ষে ‘ডিসকাউন্টে’ অটোরিকশা চালান সাইদুর

ছাড় দিয়ে অটোরিকশার চালান সাঈদুর রহমান
ছাড় দিয়ে অটোরিকশার চালান সাঈদুর রহমান  © টিডিসি ফটো

কুড়িগ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে যাত্রীদের কাছে ৫ থেকে ১০ টাকা ভাড়া কম নেন এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক। রমজানে তার এমন উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন জেলাজুড়ে। 

সরেজমিনে দেখা গেছে, অটোরিকশার সামনে-পেছনে লাগানো হয়েছে ডিসকাউন্টের অফারের ব্যানার। ব্যানারে লেখা : ‘পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে নিদিষ্ট ভাড়া থেকে ৫ টাকা ছাড়।’

আরও পড়ুন : কত দিনের মধ্যে স্টারলিংক দেশে আসবে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

তিনি জানান, যে কেউ যাত্রী হয়ে তার অটোরিকশায় উঠে গন্তব্যে পৌঁছার পর নির্দিষ্ট ভাড়ার চেয়ে কম নেওয়া হচ্ছে পাঁচ টাকা। তবে ক্ষেত্রবিশেষে ১০ টাকাও কম নেন তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী রমজান মাসজুড়ে যাত্রীসেবার জন্যই এমন ছাড় দেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার ব্যাটারি চালিত অটোচালক সাঈদুর রহমান।

স্থানীয় ব্যক্তিরা বলছেন, রমজান মাস এলেই বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং দূরপাল্লার পরিবহনে টিকিটের দাম বেশি নেওয়ার প্রতিযোগিতা চলে। এমন পরিস্থিতিতে অটোরিকশাচালক সাইদুর রহমানের এমন উদ্যোগ অনন্য।

অটোরিকশার যাত্রী আবু সাঈদ নামের একজন বলেন, অটোরিকশাচালক সাইদুরের এ রকম সেবায় খুশি আমরা। ৫ থেকে ১০ টাকা অতি সামান্য হলেও পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় এটিও যেন তার অনন্য উদাহরণ। 

এ বিষয়ে সাইদুর রহমান বলেন, অটো চালানো আমার একমাত্র পেশা। অটো চালিয়ে যে আয় হয়, তা দিয়ে আমার সংসার চলে। ধর্মীয় অনুভূতি ও বিবেকের তাড়নায় এমনটা করেছি। এতে আয় কিছুটা কম হলেও আমি ধর্মীয়ভাবে সন্তুষ্ট। গত বছরও রমজান মাসে এ রকমভাবে ভাড়া ছাড় দিয়েছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence