দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর যুবক নিহত

কামরুল ইসলাম
কামরুল ইসলাম  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় কামরুল ইসলাম (২৭) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

কামরুল ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম করমুল্যাহপুর অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।

কামরুলের পারিবারিক সূত্রে জানা যায়, ১২ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান কামরুল। সেখানে কিছুদিন চাকরির পর গড়ে তুলেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার দোকান বন্ধ করার সময় তার দোকানে দুজন কৃষ্ণাঙ্গ প্রবেশ করে। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেন তারা। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ রয়েছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে কামরুলের বুকের বাঁ পাশে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই কামরুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কামরুল কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল কামরুলের। সম্প্রতি বাড়িতে নতুন ঘর করা হয়েছে। দেশে ফিরে নতুন ঘরে ঢুকার পরিকল্পনা ছিল তার। তার বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। মরদেহ দেশে আনতে ইতোমধ্যে সেখানে অবস্থান করা আমাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার এ আকস্মিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

আরও পড়ুন: ঢাবিতে ড. আরেফিন সিদ্দিকের জানাজার জন্য পরিবার থেকে আগ্রহ পায়নি প্রশাসন

এদিকে কামরুলের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। নিহতের মরদেহ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দক্ষিণ আফ্রিকায় নিহত কামরুলের বিষয়টি অবগত হয়ে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। মরদেহ দেশে আনার জন্য সহায়তা করা হবে। এ ছাড়া প্রবাসীল্যাণ তহবিল থেকে তার পরিবারের জন্য সরকার নির্ধারিত অনুদান যেন খুব দ্রুত পায় সেই ব্যবস্থা করা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence