লকডাউন পুরোপুরি উঠলেই ব্যাংকের পরীক্ষা: সিলেকশন কমিটি

করোনা ভাইরাসের কারণে  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত রয়েছে
করোনা ভাইরাসের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত রয়েছে  © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে অন্য সব নিয়োগ পরীক্ষার মতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষাও স্থগিত রয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) বলছে, দেশে এখনও জাতীয়ভাবে ও এলাকাভিত্তিক লকডাউন চলমান থাকায় কোনো ধরনের সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। তবে দেশের সর্বত্র লকডাউন উঠে গেলে ও করোনার হার কমলে দ্রুতই পরীক্ষা নেওয়া হবে।

রোববার (৬ জুন) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য সচিব আরিফ হোসেন খান ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানান। তিনি জানান, নিয়োগ পরীক্ষা নেওয়ার বিষয়ে বিএসসি সব প্রস্তুতি রয়েছে, লকডাউন উঠলে ও করোনা পরিস্থিতি ভালো হলে দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেওয়ার সক্ষমতা রয়েছে। আশা করি সেটা হবে।

আরিফ হোসেন বলেন, দেশের কোন এক জায়গায় (এলাকাভিত্তিক) লকডাউন চললেও পরীক্ষা নেওয়া সম্ভব না। কারণ হিসাবে তিনি বলেন, ‘কোন এক শিক্ষার্থী যদি ফোন করে বলেন তার এলাকায় লকডাউন চলছে, পরীক্ষার হলে আসতে পারবে না। তখন যদি আমরা পরীক্ষা নিয়েও থাকি, তবে আইনি জটিলতায় পড়তে হবে। আমরা এই জটিলতায় পড়তে চাই না।’

পড়ুন: সরকারি চাকরি: শিগগির পুরোদমে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া

বিসিএসের ভাইভা শুরু হয়েছে, বিএসসি’র পরীক্ষা নেওয়ার চিন্তা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যেহেতু আগে প্রিলি নিতে হবে, তাই করোনা পরিবেশ ভালো হলেই পরীক্ষা নেওয়া হবে। ভাইভা পরীক্ষা নিয়ে ভাবছি না।

পড়ুন: কেন সবাই বিয়ে করে, কাগজে সইয়ের দরকার কী?—মালালার প্রশ্ন

জানা যায়, ২০১৮ ও ২০১৯ সালভিত্তিক নিয়োগ পরীক্ষা আটকে আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও অফিসারে পদের পরীক্ষাও হয়নি। এর আগে গত বছরের ১৯ নভেম্বর সাত ব্যাংকের ৭৭১টি সিনিয়র অফিসার পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে, পরে সেই পরীক্ষা স্থগিত করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)।


সর্বশেষ সংবাদ