সংস্কৃতি মন্ত্রণালয়ে চাকরি, আবেদন অনলাইনে

কর্মী
কর্মী  © প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কপিরাইট অফিসে। রাজস্ব খাতভুক্ত অফিসের একাধিক শূন্যপদে স্থায়ী ও অস্থয়ীভিত্তিতে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়

১. পদের নাম: কপিরাইট সহকারী পরীক্ষক

পদসংখ্যা : ১টি (স্থায়ী)

আবেদনের যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল : ১২,৫০০-৩২, ২৪০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: ইনডেকসার

পদসংখ্যা: ১টি (স্থায়ী)

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতাসহ লাইব্রেরি ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা।

বেতন স্কেল : ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৩. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি (স্থায়ী/অস্থায়ী)

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ (গ্রেড ১৩)

৪. পদের নাম : গাড়িচালক

পদসংখ্যা: ১টি (স্থায়ী)

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাস। এছাড়া বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১ (স্থায়ী)

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। এছাড়া শারীরিক যোগ্যতা থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ন্যূনতম ১৮ বছর ও ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান / প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই http://bco.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য অনলাইনে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করা যাবে।

এছাড়া vas query@teletalk.com.bd অথবা ailjobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা; ৩ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence