সর্বকালের সেরা টি-টোয়েন্টি‌ একাদশে সাকিব

  © ফাইল ফটো

২০০৫ সালে যাত্রা শুরু করে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টি। গত ১৫ বছরে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বিভিন্ন সময়ে যারা মাঠ মাতিয়েছেন তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করে একাদশ সাজিয়েছে ফিলিপাইনের ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম স্পোর্টস ৩৬০।

তালিকায় সাকিব আল হাসান ছাড়াও আছেন ইংল্যান্ড বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইয়ন মর্গান। সেরা একাদশে ভারতের আছেন দুজন, পাকিস্তানের আছেন তিনজন, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা- শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড-আফগানিস্তান ও বাংলাদেশের একজন করে জায়গা পেলেও এই একাদশে নাম নেই ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারদের। এছাড়া অস্ট্রেলিয়ার কারও নাম আসেনি সেরা একাদশে।

টি-টোয়েন্টির সর্বকালের সেরা একাদশ:
রোহিত শর্মা (ভারত), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), ইয়ন মর্গান (অধিনায়ক/ ইংল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), উমর গুল (পাকিস্তান) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।


সর্বশেষ সংবাদ