বইমেলায় কিশোর উপন্যাস ‘হাউজ টিউটর’

  © টিডিসি ফটো

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাজেদুল নয়নের প্রথম উপন্যাস, ‘হাউজ টিউটর’। ভ্রমণকাহিনীর পাশাপাশি এবারই প্রথম উপন্যাস নিয়ে আসলেন মাজেদুল নয়ন। বইটি প্রকাশ করেছে, পুথিনিলয় প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন, চারু পিন্টু।

হাউজ টিউটর এই শহরের গৃহশিক্ষকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে। এই গৃহশিক্ষক চরিত্রের সঙ্গে সমাজের আরো অনেকগুলো চরিত্রও তাদের মুখোশ উন্মোচন করে এগিয়ে এসেছে এই উপন্যাসে।

কিশোরদের উপন্যাস মানেই গোয়েন্দা উপন্যাস বা থ্রিলার, এই ধারনা থেকে বের হওয়ার চেষ্টা করেছি। বরং কিশোররা যে বয়সটার প্রতি আকর্ষন অনুভব করে, সেই বয়সগুলোই উপন্যাসে বিস্তৃতি লাভ করেছে।

লেখার ক্ষেত্রে খেয়াল রাখা হয়েছে, পাঠক যেন সহজে পড়তে পারেন। পাঠককে খুব বেশি ভাবনায় রাখা হয়নি। একেবারেই সহজ পাঠ। এই শহরের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন উচ্চবিত্ত বা মধ্য উচ্চবিত্ত অথবা উচ্চবিত্ত, এই ধরনের অর্থনীতিকে ছুঁয়েছে। চরিত্রগুলো নিজেদের সঙ্গে নিজেরা দ্বন্ধে লিপ্ত হয়েছে। অপ্রত্যাশিত হিসেবে নিজেরাই নিজেদের তৈরী করেছেন এবং খুঁজে পেয়েছেন।

বইমেলার ২ নং প্যাভিলিয়ানে পুথিনিলয় প্রকাশনীতে বইটি পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়ে ১০৫ টাকায়।

আগের দুটি ভ্রমণ কাহিনী, সিংহ শহরের দিনরাত এবং উইথ আউট বর্ডারও পাওয়া যাচ্ছে পুথিনিলয় প্রকাশনীতে।


সর্বশেষ সংবাদ