বইমেলার প্রথম শিশুপ্রহর শুক্রবার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১০ PM
অমর একুশে গ্রন্থমেলার শিশুচত্বর শিশুদের জন্য তাদের মতো রঙিন করে সৃজনশীল আঙ্গিকে সাজানো হয়েছে। অন্যান্য বারের তুলনায় বাড়ানো হয়েছে পরিসর, বেড়েছে প্রকাশনা সংস্থা। আর এসব এখন বইমেলার প্রথম শিশুপ্রহরে মুখর হওয়ার অপেক্ষায়। আগামী শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বইমেলার ষষ্ঠ দিন অনুষ্ঠিত হবে এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশুপ্রহর।
এদিন বেলা ১১টা থেকে শিশুদের জন্য উন্মুক্ত করা হবে বইমেলার দ্বার। দুপুর ১টা পর্যন্ত বইমেলার এ সময়টা শিশুরা তাদের অভিভাবকসহ মেলা প্রাঙ্গণে ঘুরে বই সংগ্রহ করতে পারবে। একইসঙ্গে তাদের জন্য উন্মুক্ত থাকবে মেলার অন্য অংশগুলোও। এরপর দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা।
এদিকে অমর একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি শুক্রবার সকাল সাড়ে ৮টায় আয়োজন করেছে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকালে বইমেলার মূল মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী।
শিশুপ্রহর উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিশুচত্বর সাজানো হয়েছে শিশুতোষ বিভিন্ন প্রকাশনীর স্টল দিয়ে। সেগুলোতে বই সাজানোর পাশাপাশি শিশুদের বিনোদনের জন্যও তৈরি করা হয়েছে আলাদা মঞ্চ। সকালে উপস্থিত থাকার কথা রয়েছে শিশুদের প্রিয় চরিত্র ‘হালুম, ইকরি, টুকটুকি আর শিকু’র। প্রিয় চরিত্রের সঙ্গে সময় পার করে এ চত্বর থেকেই শিশুরা কিনতে পারবে নানা রকম বই।
শিশুতোস প্রকাশনী ঝিঙেফুলের প্রকাশক গিয়াসউদ্দীন খান বলেন, অন্য বারের তুলনায় এবারের শিশুপ্রহর ভালো হবে বলেই আশা করছি। এবার মেলার পরিসর বাড়ানোর পাশাপাশি বেড়েছ শিশুচত্বরের পরিসরও। সকাল থেকেই অভিভাবকের হাত ধরে শিশুদের উচ্ছ্বাসে বইমেলা মুখর হবে বলেই আশা করছি।
শিশুপ্রহর সম্পর্কে মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, শিশুদের জন্য এবার শিশুচত্বর বিশেষভাবে সাজানো হয়েছে। শিশুচত্বরকে এবার শিশু-কিশোরদের জন্য সজ্জিত করা হয়েছে বিনোদন ও শিক্ষামূলক আঙ্গিকে। এছাড়া শিশুপ্রহরের দিনগুলোতে ‘তারুণ্যের বই’ ব্যানারে শিশু-কিশোরদের বই পাঠে উৎসাহিত করা হবে।