অমর একুশে গ্রন্থমেলা

পছন্দের লেখকের বইয়ের খোঁজে বইপ্রেমীরা

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০ PM

© টিডিসি ফটো

অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন এসেও মেলা প্রাঙ্গনের কয়েকটা স্টলে তাদের নির্মাণের কাজ পুরোপুরি শেষ করতে পারিনি। তবে এদিন মেলায় দর্শনার্থীরা ঘুরে-ফিরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রথম দুইদিন ছুটির দিন থাকায় লোকসমাগম ছিল বেশ ভাল। এদিন ভিড় একটু কম ছিল।

রোববার মেলার বিভিন্ন স্টলের বিক্রয় প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, এদিন মেলায় আসা বেশিরভাগ দর্শনার্থীই বিভিন্ন স্টল ঘুরেঘুরে বইয়ের মলাট উল্টেপাল্টে দেখছেন আর নতুন নতুন বইয়ের খোঁজ-খবর নিচ্ছেন। জানছেন দামও। তবে সন্ধ্যার দিকে কিছুটা বেচাবিক্রি ছিল বলে তারা জানান।

শব্দশৈলী প্রকাশনী বিক্রয় প্রতিনিধি তপু বলেন, ‘গতকালের চেয়ে আজকে ভিড় একটু কম। তাম্রলিপি প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি তুষার বলেন, ‘আমরা মূলত বিজ্ঞানবিষয়ক বই বিক্রি করছি। মেলায় গতকালের চেয়ে আজকে একটু কম বিক্রি হচ্ছে। সাহিত্যপ্রকাশ প্রকাশনীর ম্যানেজার রাকিব রাকিব বলেন, ‘আজকে বেচাকেনা একদম কম ছিল। তবেসন্ধ্যার দিকে কিছুটা বেচাবিক্রি ছিল।

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র সুমন বলেন, ‘বন্ধুর সাথে ঘুরতে এসেছি, একটি বইও কিনলাম। সালমা আক্তার নামের এক কর্মজীবী নারী পরিবারসহ এসেছেন মেলায়। তিনি বলেন, ‘ভিড় কম থাকায় মেলা ঘুরেফিরেভাল লাগছে’।

এদিকে, মেলায় সার্বিক নিরাপত্তার জন্য নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পুলিশ ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘মেলার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি। এছাড়া ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমও বসানো হয়েছে যেকোনো দুর্ঘটনা মোকাবেলার জন্য’।

মূলমঞ্চের অনুষ্ঠান: রবিবার বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় উনসত্তরের গণঅভ্যুত্থানের সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশগ্রহণ করেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ এবং অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি রবিউল হুসাইন এবং আলতাফ হোসেন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম ও ঝর্ণা সরকার। সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, সাজেদ আকবর, সালমা আকবর, আবদুর রশিদ এবং নূসরাত বিনতে নূর। যন্ত্রাণুষঙ্গে ছিলেন সুবীর চন্দ্র ঘোষ (তবলা), সুনীল কুমার সরকার (কী-বোর্ড), নাজমুল আলম খান (মন্দিরা) এবং অসিত বিশ্বাস (এসরাজ)। সোহরাওয়ার্দী উদ্যানে লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের সাহিত্যকর্ম বিষয়ে আলাপনে অংশ নেন আবুল কাশেম, দিলদার হোসেন, শামীম রেজা, অদিতি ফাল্গুনী এবং কৌস্তুভ শ্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুবা রহমান।

সোমবারের অনুষ্ঠানসূচি:  সোমবার অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিন। মেলা চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু’ উপাধি অর্জনের সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন নূহ-উল-আলম লেনিন। আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিঅধ্যাপক হারুন অর রশিদ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং মিডিয়া ব্যক্তিত্ব সুভাষ সিংহ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তোফায়েল আহমেদ। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেও…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ …
  • ১৭ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
চবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
অনড় বাংলাদেশ, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসির
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9