বইমেলায় ইতিহাস বিকৃতির অভিযোগ, বাংলা একাডেমি সরাল সেই পোস্টার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM

বইমেলা উপলক্ষে ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত নানা পোস্টার তৈরি করে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। সেসব পোস্টার প্রদর্শিত হচ্ছে মেলা প্রাঙ্গণে। এর মধ্যে কিছু পোস্টারে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হচ্ছে সমালোচনা। এরই প্রেক্ষিতে বইমেলা উপলক্ষে প্রদর্শিত পোস্টার সরিয়ে নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
জানা গেছে, ‘৫২–এর চেতনা ২৪–এর প্রেরণা’ স্লোগান লেখা বইমেলা উপলক্ষে তৈরি করা এই পোস্টার টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত পথে কয়েকটি জায়গায় লাগানো হয়। বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনাকে উপস্থাপন করতে এখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি ১৯৭১ সালের ১৫ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে তোলা ছবি। শনিবার (১ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধনের পর অনলাইনে এই পোস্টারের ছবির পাশে ১৯৭১ সালে শহীদ মিনারের সমাবেশের ছবি দিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন অনেকেই।
‘৫২–এর চেতনা ২৪–এর প্রেরণা’ লেখা পোস্টারটি তৈরি করা হয় একটি সাদা–কালো ছবি ব্যবহার করে। এই ছবিতে দেখা যায়, স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছেন তরুণী, নারীরা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ‘মা বোনেরা অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো’। সেখানে বাঁশের লাঠি হাতে নিয়ে বসে থাকা তরুণী বীর মুক্তিযোদ্ধা কাজী ফেরদৌস হক লিনু।
বইমেলার এই পোস্টার নিয়ে শনিবার রাতেই ফেসবুকে একটি পোস্ট দেন কাজী ফেরদৌস হক লিনু। তাতে তিনি লেখেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয়ের এই ছবি ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ১৯৭১–এর ছবি ৫২–এর ছবি বলে উল্লেখ করছে, ধিক্কার জানাই। ছবিতে লাঠি হাতে আমি। ১৫ মার্চ ১৯৭১–এর ছবি। তাদের ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। ৫২–তে স্বাধীনতার স্লোগান ছিল না। রাষ্ট্রভাষা মাতৃভাষা বাংলার স্লোগান ছিল।’
এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সূত্রপাত হয়। এ বিষয়ে জানতে চাইলে কাজী ফেরদৌস হক লিনু বলেন, ‘১৯৭১ সালের ১৫ মার্চ শহীদ মিনারে ছিল নারীদের করণীয় নিয়ে সমাবেশ। এই সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন সুফিয়া কামাল। ওই দিন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ সব দলের মানুষ সমবেত হয়েছিল শহীদ মিনারে। পরে যতটা জেনেছি ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী রশীদ তালুকদার।’
ছবিটি ’৭১ সালেই পাক্ষিক ‘চিত্রালী’ পত্রিকায় ছাপা হয়েছিল জানিয়ে কাজী ফেরদৌস হক লিনু বলেন, ‘চিত্রালীর ওই সংখ্যা আমার নিজের সংগ্রহেই ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সময় সতর্কতাবশত অনেক কিছু পুড়িয়ে দিয়েছিলেন আমার মা। তার মধ্যে এই ছবির সেই চিত্রালীর সংখ্যাটিও ছিল। এরপর ২০০৭ সালে আমাকে শামসুদ্দিন আবুল কালাম এই ছবিটি উপহার দেন। তার সংগ্রহে রাখা ছিল। সম্ভবত ১৯৭১ সালের ওই সময় তিনি চিত্রালীতে সম্পাদনার দায়িত্বে ছিলেন। এই ছবিতে সামনে বাঁশের লাঠি হাতে বসে আছি আমি। আমার পাশে শিরিন আখতার। আরও অনেকেই ছিলেন এখানে। সেই ’৭১–এর ছবি কীভাবে ৫২–এর ভাষা আন্দোলনের ছবি হয়? আমার তখন জন্মই হয়নি।’