অমর একুশে বইমেলায় পাঠকদের ভিড়, বিক্রিতে ধীরগতি
- তাওসিফুল ইসলাম
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ PM

বইপ্রেমীদের প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৫ শুরু হয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে। বিগত বছরের তুলনায় মেলার প্রথম দিনগুলোতে দর্শনার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন স্টলে ভিড় জমিয়ে তারা নতুন বইয়ের পাতা উল্টে দেখছেন, প্রকাশনাগুলোর ক্যাটালগ সংগ্রহ করছেন, তবে বিক্রির হার এখনো আশানুরূপ হয়নি। প্রকাশকরা প্রত্যাশা করছেন দ্বিতীয় সপ্তাহ থেকে বই বিক্রি বাড়বে।
প্রকাশকদের মতে, মেলার প্রথম দুই সপ্তাহ সাধারণত বইপ্রেমীরা স্টল ঘুরে দেখেন, বই বাছাই করেন এবং তালিকা তৈরি করেন। মূলত শেষ সপ্তাহগুলোতে কেনাকাটা তুঙ্গে ওঠে। শিকড় প্রকাশনার সেলস রিপ্রেজেনটেটিভ দ্বীন মোহাম্মদ হতাশা প্রকাশ করে জানান, গত বছরের তুলনায় এবারের প্রথম দিকের বিক্রি বেশ কম।
তিনি বলেন, ‘প্রতি বছর মেলার শুরুতে বিক্রি কম থাকলেও এবারের মতো এতটা কম কখনো দেখিনি। দর্শনার্থীদের আনাগোনা বেশি হলেও বেচাকেনা আশানুরূপ নয়।’
একই মন্তব্য করেন আগামী প্রকাশনীর এক প্রতিনিধি। তবে তিনি মনে করেন, দর্শকের সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে, যা আগামী দিনগুলোর জন্য ইতিবাচক সংকেত।
নতুন বইয়ের প্রকাশনা ও পাঠকদের প্রতিক্রিয়া
মেলার দ্বিতীয় দিনে আগামী প্রকাশনী থেকে চারটি নতুন বই প্রকাশিত হয়েছে। সেগুলো হলো হাসনাত আবদুল হাই-এর চীনদেশে কয়েকবার, শিমুল সালাহউদ্দিনের কবির মুখোমুখি কবি, নূরুল ইসলামের গান্ধী-জিন্নাহর রাজনীতি: ভারত-ভাগ এবং ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার জয়যাত্রা।
মিরপুর থেকে আসা কলেজছাত্রী রেহনুমা তাবাসসুম বলেন, ‘বই এখনো কেনা হয়নি। আজ শুধু তালিকা করছি। তৃতীয় সপ্তাহ থেকে কেনা শুরু করব, তখন বাবা-মাও আসবেন। তারা বই কিনে দেবেন।’
বইমেলার সময়সূচি:
মেলা চলবে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত।
সাধারণ দিন: বিকেল ৩:০০টা – রাত ৯:০০টা।
ছুটির দিন: সকাল ১১:০০টা – রাত ৯:০০টা (৮ই ও ১৫ই ফেব্রুয়ারি ব্যতীত)।
২১শে ফেব্রুয়ারি (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস): সকাল ৮:০০টা – রাত ৯:০০টা।
রাত ৮:৩০টার পর নতুন কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না।