প্রকাশের আগে পাণ্ডুলিপি অনুমোদনের কথা হয়নি—দাবি ডিএমপির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
অমর একুশে বইমেলায় বই প্রকাশের আগে পাণ্ডুলিপিতে পুলিশের অনুমোদন লাগবে– এমন কোনো ‘সিদ্ধান্ত বা ‘পরামর্শ’ দেওয়া হয়নি বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (০১ ফেব্রুয়ারি) ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শুক্রবার বইমেলা উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিং হয়েছিল। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোনো উসকানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়। প্রকৃতপক্ষে, প্রকাশিতব্য বই আগামীতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোনো পরার্মশ বা সিদ্ধান্ত হয়নি বা বলা হয়নি।
এ বিষয়ে ‘অহেতুক’ ভুল ব্যাখ্যা ও অপপ্রচার হতে বিরত থাকার জন্য ডিএমপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘আমরা এবার বাংলা একাডেমিকে সাজেস্ট করছি, আগামীতে নতুন যে বইগুলো প্রকাশ হবে, তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। আশা করি, আগামী বছর থেকে এটা আমরা করাতে পারব বাংলা একাডেমিকে দিয়ে যে, বই প্রকাশের আগে পাণ্ডুলিপি তাদেরকে দিতে হবে। তারা অনুমতি দিলেই সেটা শুধু প্রকাশ হবে।’
পুলিশের এই দুই কর্মকর্তার এই বক্তব্যে দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। এসব খবরের পরিপ্রেক্ষিতে নিজেদের বক্তব্য তুলে ধরে গতকাল বিজ্ঞপ্তি দেয় ডিএমপি।