বইমেলায় জবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ “ভৈরব পাড়ের কন্যা”

১৯ মার্চ ২০২১, ০৪:১৩ PM
মিনহাজুল ইসলাম ও তার কাব্যগ্রন্থ

মিনহাজুল ইসলাম ও তার কাব্যগ্রন্থ © টিডিসি ফটো

অমর একুশে বইমেলা-২০২১ এ প্রকাশিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও তরুণ কবি মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ “ভৈরব পাড়ের কন্যা”। কাব্যগ্রন্থটি প্রকাশ করছে বেহুলা বাংলা প্রকাশনী।

কাব্যগ্রন্থটি সম্পর্কে তরুণ কবি মিনহাজুল ইসলাম বলেন, সবার জীবনেই আছে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা ইত্যাদি। মানুষের সেই অনুভূতিগুলো নিয়ে লেখা হয়েছে এই কাব্যগ্রন্থটি। গ্রন্থটিতে আছে প্রেম, প্রকৃতি, নারী, বিরহ, বেদনা ইত্যাদি। যদি কবিতাগুলো পাঠকের অনুভূতিকে স্পর্শ করতে পারে, তবে কবি হিসেবে আমার সাধনা সার্থক হবে।

বইটির নামকরণ বিষয়ে তিনি বলেন , দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের কাল্পনিক কোনো এক কন্যাকে কেন্দ্র করে বইটির নামকরণ করা হয়েছে “ভৈরব পাড়ের কন্যা”।

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের পর থেকে বইটি পাওয়া যাবে বইমেলায় বেহুলা বাংলা প্রকাশনীর ৫২১, ৫২২, ৫২৩ নং স্টলে। এছাড়াও রকমারি ডট কম- এ অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।

সনাতন ধর্মাবলম্বী-বিএনপি নেতাকর্মীসহ দুই শতাধিক লোকের জামায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেপ্তার
  • ২৪ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস-চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলীয় জোটে আসার আহ্বান হান্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
  • ২৪ জানুয়ারি ২০২৬
গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬