বইপ্রেমীদের ভিন্নধর্মী উৎসব শনিবার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM

বইপড়া আন্দোলনের অন্যতম পথিকৃৎ পলান সরকারকে স্মরণ করে ঢাকায় আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক বই বিনিময় উৎসব। সাংস্কৃতিক সংগঠন ‘মেঘের ধাক্কা’ আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৫ জুলাই) বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎসবে অংশগ্রহণকারীদের অনুরোধ করা হচ্ছে অন্তত একটি বই সঙ্গে করে নিয়ে আসতে। সেই বই উৎসবে আগত অপর এক ব্যক্তির সঙ্গে বিনিময় করা যাবে। এভাবেই গড়ে উঠবে পাঠাভ্যাস, মতবিনিময় এবং আন্তরিক সম্পর্কের একটি পরিসর।
‘মেঘের ধাক্কা’র পরিচালক, কবি ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা শুধু বই নয়, ভাবনা ও ভালোবাসাও বিনিময় করতে চাই। যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আবার ফিরিয়ে আনার একটি প্রয়াস এটি।”
তিনি আরও জানান, উৎসবে শুধুমাত্র বই বিনিময় নয়, থাকবে বই নিয়ে আড্ডা, আলাপ এবং সংস্কৃতি বিষয়ক মুক্ত আলোচনা। পরিবার-পরিজনসহ সবাইকে নিয়ে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
রাজশাহীর বইপাগল মানুষ ছিলেন পলান সরকার। নিজে পড়াশোনা না করতে পারলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করার জন্য নিজের টাকায় বই কিনে বাড়ি বাড়ি দিয়ে আসতেন। তার বাড়ির আঙিনাতেও ছিল একটি পাঠাগার। রাষ্ট্রের বিশেষ সম্মান একুশে পদকে ভূষিত হয়েছিলেন তিনি। ২০১৯ সালের ১ মার্চ প্রয়াত হন পলান সরকার।