দীর্ঘ ২০ বছর পর বুকার জয়ী কিরণ দেশাইয়ের নতুন বই

১১ মে ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০২:১৮ PM
কিরণ দেশাইয়

কিরণ দেশাইয় © সংগৃহীত

প্রায় দুই দশক পর বুকার পুরস্কারজয়ী লেখিকা কিরণ দেশাইয়ের নতুন উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে। দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি নামের এই বইটি আগামী সেপ্টেম্বর মাসে প্রকাশ করবে র‍্যান্ডম হাউস পাবলিশিং গ্রুপের হোগার্থ।

জানা গেছে, হোগার্থ প্রকাশনীর ভাষ্যে উপন্যাসটিকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দুই ভারতীয়ের জীবনপথ খোঁজার একটি ‘বিস্তৃত গল্প’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

এক বিবৃতিতে কিরণ দেশাই জানিয়েছেন, আধুনিক যুগের দুই ভারতীয় চরিত্রের মধ্যে এক অন্তহীন, অনিশ্চিত রোমান্সকে কেন্দ্র করে লেখা হয়েছে এই উপন্যাসটি। এখানে তিনি সম্পর্কের জটিলতাকে তুলে ধরেছেন এক ধরনের হাস্যরসাত্মক দৃষ্টিভঙ্গির মাধ্যমে।

প্রসঙ্গত, ৫৩ বছর বয়সী কিরণ দেশাইয়ের প্রথম বই হাল্লাবালু ইন দ্য পেয়ারা অরচার্ড ১৯৯৮ সালে প্রকাশিত হয়। এর আট বছর পর আটলান্টিক মান্থলি প্রেস থেকে যুক্তরাষ্ট্রে প্রকাশিত দ্য ইনহেরিটেন্স অব লস দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান। বইটি বুকার ও ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ড জিতেছিল। কিরণ দেশাই যখন বুকার পেয়েছিলেন, তাঁর বয়স ছিল ৩৫ বছর।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬