পঞ্চম থেকে দশম শ্রেণির বাংলা বইয়ে যেসব পরিবর্তন এলো

পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে এনসিটিবি
পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে এনসিটিবি  © টিডিসি সম্পাদিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তন এসেছে দেশের শিক্ষাব্যবস্থায়। অন্তর্বর্তী সরকার দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে সাহিত্যের পাশাপাশি ইতিহাস নির্ভর বিষয়বস্তুতে বড় ধরনের পরিবর্তন এনেছে। সংশোধিত ও পরিবর্তিত নতুন বই শিক্ষাপঞ্জি মেনে বুধবার (১ জানুয়ারি) থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবি কর্তৃক মুদ্রিত বিভিন্ন শ্রেণির পাঠ্যবই ঘেঁটে দেখা গেছে, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানসহ বেশ কিছু বিষয়ে সংযোজন-বিয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণির বাংলা বইয়ের নাম এবং কনটেন্টেও বড় পরিবর্তন এসেছে।

পঞ্চম শ্রেণি 
২০২৪ সালে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের পাঠ্য সূচিতে ছিল এই দেশ এই মানুষ, সংকল্প, সুন্দরবনের প্রাণী, হাতি আর শিয়ালের গল্প,ফুটবল খেলোয়াড়, বীরের রক্তে স্বাধীন এ দেশ, ফেব্রুয়ারির গান, শখের মৃৎশিল্প, শব্দদূষণ, স্মরণীয় যাঁরা চিরদিন, স্বদেশ, কাঞ্চনমালা আর কাঁকনমালা, অবাক জলপান, ঘাসফুল, মাটির নিচে যে শহর, শিক্ষাগুরুর মর্যাদা, ভাবুক ছেলেটি, দুই তীরে, বিদায় হজ, দেখে এলাম নায়াগ্রা, রৌদ্র লেখে জয়, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহিদ তিতুমীর এবং অপেক্ষা নামের গল্প যুক্ত করা হয়।

২০২৫ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের পাঠ্য সূচিতে রয়েছে এই দেশ এই মানুষ, সংকল্প, সুন্দরবনের প্রাণী, হাতি আর শিয়ালের গল্প, ফুটবল খেলোয়াড়, বীরের রক্তে স্বাধীন এ দেশ, সবার আমি ছাত্র, শখের মৃৎশিল্প, শব্দদূষণ, স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা, স্বদেশ, কাঞ্চনমালা আর কাঁকনমালা, অবাক জলপান, ঘাসফুল, আমরা তোমাদের ভুলব না, শিক্ষাগুরুর মর্যাদা, ভাবুক ছেলেটি, দুই তীরে, বিদায় হজ, জলপরী ও কাঠুরের গল্প, নোলক, কুমড়ো ও পাখির কথা এবং দৈত্য ও জেলের গল্প যুক্ত হয়েছে।

ষষ্ঠ শ্রেণি
২০২৪ সালের ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের পাঠ্যসূচিতে ছিল মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, প্রমিত ভাষা শিখি, প্রমিত ভাষা, শব্দের উচ্চারণ, অর্থ বুঝে বাক্য লিখি, শব্দের শ্রেণি, অর্থ ও অর্থান্তর, যতিচিহ্ন, বাক্যত, চারপাশের লেখার সাথে পরিচিত হই, বুঝে পড়ি লিখতে শিখি, প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনানির্ভর লেখা, সাহিত্য পড়ি লিখতে শিখি, কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যের নানা রূপ, জেনে বুঝে আলোচনা করি, প্রশ্ন করতে শেখা এবং আলোচনা করতে শেখা।

অপরদিকে ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ের পাঠ্যসূচিতে গদ্য অংশে যুক্ত হয়েছে সততার পুরস্কার, মিনু, নীল নদ আর পিরামিডের দেশ, তোলপাড়, আকাশ, মাদার তেরেসা, আমাদের লোকশিল্প, কত কাল ধরে এবং কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা। এছাড়া কবিতা অংশে যুক্ত হয়েছে, জন্মভূমি, সুখ, মানুষ জাতি, ঝিঙে ফুল আসমানি, চিঠি বিলি, বাঁচতে দাও, পাখির কাছে ফুলের কাছে এবং ফাগুন মাস।

সপ্তম শ্রেণি
২০২৪ সালের সপ্তম শ্রেণির বাংলা বইয়ের পাঠ্যসূচিতে ছিল প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, প্রমিত ভাষায় কথা বলি, ধ্বনির উচ্চারণ, শব্দের উচ্চারণ, অর্থ বুঝে বাক্য লিখি, শব্দের শ্রেণি ও বাক্যের শ্রেণি, শব্দের গঠন, শব্দের অর্থ, যতিচিহ্ন, বাক্য, চারপাশের লেখার সাথে পরিচিত হই, বুঝে পড়ি লিখতে শিখি, প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা, কল্পনানির্ভর লেখা, সাহিত্য পড়ি লিখতে শিখি, কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যের নানা রূপ, অন্যের মত বিবেচনায় নিয়ে আলোচনা করি, প্রশ্ন করতে শেখা এবং সমালোচনা করতে শেখা।

২০২৫ সালের সপ্তম শ্রেণির সপ্তবর্ণা বইয়ের পাঠ্যসূচিতে গদ্য অংশে যুক্ত হয়েছে কাবুলিওয়ালা, লখার একুশে, মরু-ভাস্কর, শব্দ থেকে কবিতা, পাখি পিতৃপুরুষের গল্প, ছবির রং সেই ছেলেটি, বহু জাতিসত্তার দেশ- বাংলাদেশ। এছাড়া কবিতা অংশে যুক্ত হয়েছে নতুন দেশ, কুলি-মজুর, আমার বাড়ি শ্রাবণে, গরবিনী মা-জননী, সাম্য, মেলা, এই অক্ষরে এবং সিঁথি।

অষ্টম শ্রেণি
২০২৪ সালের অষ্টম শ্রেণির বাংলা বইয়ের পাঠ্যসূচিতে ছিল প্রয়োজন বুছে যোগাযোগ করি, প্রমিত বলি প্রমিত লিখি অংশে ধ্বনির উচ্চারণ, শব্দের উচ্চারণ, লিখিত ভাষায় প্রমিত রীতি। লেখা পড়ি লেখা বুঝি অংশে প্রায়োগিক লেখা বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা এবং কল্পনানির্ভর লেখা। শব্দ বুঝি বাক্য লিখি অংশে সমাস, উপসর্গ, প্রত্যয়, শব্দদ্বিত্ব, বাক্য, সমোচ্চারিত ভিন্ন শব্দ, বানান ও অভিধান। বিবরণ লেখা বিশ্লেষণ করা। এছাড়া সাহিত্য পড়ি সাহিত্য লিখি অংশে ছিল কবিতা, গল্প, প্ৰবন্ধ এবং নাটক। এছাড়া মত প্রকাশ করি ভিন্নমত বিবেচনা করি একটি অধ্যায় ছিল।

২০২৫ সালের সপ্তম শ্রেণির সাহিত্য-কণিকা বইয়ের পাঠ্যসূচিতে গদ্য অংশে যুক্ত হয়েছে অতিথির স্মৃতি, ভাব ও কাজ, পড়ে পাওয়া তৈলচিত্রের ভূত, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, লাইব্রেরি, সুখী মানুষ, শিল্পকলার নানা দিক, মংডুর পথে, বাংলা নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা এভং গণঅভ্যুত্থানের কথা। এছাড়া কবিতার মধ্যে রয়েছে মানবধর্ম, বঙ্গভূমির প্রতি, দুই বিঘা জমি, পাছে লোকে কিছু বলে, প্রার্থনা, বাবুরের মহত্ত্ব, নারী, আবার আসিব ফিরে, রুপাই, নদীর স্বপ্ন, জাগো তবে অরণ্য কন্যারা, প্রার্থী এবং একুশের গান।

নবম-দশম শ্রেণি
২০২৪ সালের নবম-দশম শ্রেণির বাংলা বইয়ের পাঠ্যসূচিতে প্রথম অধ্রায়ে ছিল বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। এছাড়া প্রমিত ভাষা ব্যবহার করি অংশে ছিল ধ্বনির উচ্চারণ, শব্দ ও বাক্যের উচ্চারণ এবং লিখিত ভাষায় প্রমিত রীতি। রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি অংশে ছিল প্রায়োগিক লেখা, বিবরণমূলক রচনা, তথ্যমূলক রচনা, বিশ্লেষণমূলক রচনা এবং কল্পনানির্ভর লেখা। ব্যাকরণ মেনে লিখতে শিখি অংশে ছিল শব্দ, বাক্য, শব্দের অর্থ, বানান ও অভিধান। বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি নামে একটি অধ্যায় ছিল। এছাড়া সাহিত্য পড়ি সাহিত্য লিখি অংশে ছিল কবিতা, গল্প, প্ৰবন্ধ, নাটক। সর্বশেষ ছিল আলোচনা করি, ভিন্নমত বিবেচনায় নিই।

২০২৫ সালের নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের পাঠ্যসূচির গদ্য অংশে যুক্ত হয়েছে প্রত্যুপকার ফুলের বিবাহ, সুভা, লাইব্রেরি, বই পড়া, অভাগীর স্বর্ণ, নিরীহ বাঙালি, পল্লিসাহিত্য, উদ্যম ও পরিশ্রম, জীবনে শিল্পের স্থান, আম-আঁটির ভেঁপু, মানুষ মুহম্মদ (স.), নিমগাছ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, রহমানের মা, বনমানুষ, একাত্তরের দিনগুলি, স্বাধীনতা আমার স্বাধীনতা, একুশের গল্প, আমাদের সংস্কৃতি, সাহিত্যের রূপ ও রীতি, বাঙলা শব্দ এবং আমাদের নতুন গৌরবগাথা।

এছাড়া কবিতার মধ্যে রয়েছে বন্দনা, হামদ, বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন-সঙ্গীত, প্রাণ, জুতা আবিষ্কার, ঝর্ণার গান, ছায়াবাজি, জীবন বিনিময়, মানুষ, উমর ফারুক, সেইদিন এই মাঠ, যাব আমি তোমার দেশে, একটি কাফি, আমার দেশ, আশা, আমি কোনো আগন্তুক নই, মে-দিনের কবিতা, পোস্টার, রানার, তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনত, অবাক সূর্যোদয়, বোশেখ, চুনিয়া আমার আর্কেডিয়া এবং মিছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence