পাঠ্যবইয়ে ঠাঁই পেল ‘মায়ের ডাক’, গুম-খুনের কথা জানবে নতুন প্রজন্ম

০৪ জানুয়ারি ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
অষ্টম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে উঠে এসেছে ‘মায়ের ডাক’ সংগঠনের কথা

অষ্টম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে উঠে এসেছে ‘মায়ের ডাক’ সংগঠনের কথা © সংগৃহীত

পরিবারের সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, হতভাগ্য ওই পরিবারের সদস্যদের নিয়ে গড়ে উঠেছে একটি সংগঠন। গুম-খুনের প্রতিবাদে গড়ে ওঠা সেই সম্মিলিত সংগঠনের নাম ‘মায়ের ডাক’। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরাই এই সংগঠনের সদস্য। সংগঠনটি পতিত আওয়ামী লীগের শাসনামলের বিরুদ্ধাচরণ এবং ন্যায়বিচার চাওয়ার প্রতীক হয়ে উঠেছিল। নতুন প্রজন্মকে গুম-খুনের কথা জানাতে, তাদের সচেতন করতে নতুন পাঠ্যবইয়ে উঠে এসেছে সংগঠনটির কথা। 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। রাজনৈতিক পট-পরিবর্তনের পর পরিবর্তন এসেছে পাঠ্যবইয়েও। পরিবর্তনের ধারাবাহিকতায় এবার পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে ‘মায়ের ডাক’ সংগঠনের কথা।

জানা গেছে, নতুন বছরে অষ্টম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ের ১৩৯ পৃষ্ঠায় ‘অভ্যুত্থানে নারীর ভূমিকা’ শীর্ষক অধ্যায়ে সংগঠনটির নাম উঠে এসেছে। পাঠ্যপুস্তকের ১৪০ পৃষ্ঠায় মায়ের ডাকের বিক্ষোভের একটি ছবিও রয়েছে। মায়ের ডাক বিগত আওয়ামী লীগ আমলে গুমের বিরোধিতা করে এসেছে। মানুষকে সচেতন করেছে গুম প্রতিরোধ করার জন্য।

সংগঠনটির নাম উল্লেখ করে বইয়ে বলা হয়েছে, আমরা ‘মায়ের ডাক’ সংগঠনের মতো নারীদের উদ্যোগ দেখেছি, যাদের পরিবারের সদস্যদের গুম করা হয়েছিল। 

এতে আরও বলা হয়, তারা বিক্ষোভ করেছিল এবং তাদের নিপীড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু থামানো যায়নি তাদের।

এ বিষয়ে সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম গণমাধ্যমকে বলেন, এটা একটা ইতিহাস। এটা অনুপ্রাণিত করবে। আমার কাছে এটা সর্বোচ্চ স্বীকৃতি। এর মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে যে নিখোঁজদের পরিবারগুলো কীভাবে সংগ্রাম করে গেছে।

গুমের শিকার আটটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ‘মায়ের ডাক’ সংগঠন গড়ে তোলেন। এখন প্রায় এক হাজার পরিবার এই প্ল্যাটফর্মের সদস্য, যাদের পরিবারের কেউ না কেউ গুমের শিকার হয়েছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামল থেকেই তারা সোচ্চার ছিলেন।

শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গুমসংক্রান্ত একটি তদন্ত কমিশন গঠন করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি প্রাথমিক প্রতিবেদনও দিয়েছে ওই কমিশন। প্রতিবেদনে তারা বিগত শাসনামলে ঘটে যাওয়া গুমের এক হাজার ৬৭৬টি অভিযোগ লিপিবদ্ধ করেছে।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬